‘কান কথায় কান দেন না মুস্তাফিজ’


প্রকাশিত: ১১:০৩ এএম, ২৩ ফেব্রুয়ারি ২০১৬

এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে ভারতের মুখোমুখি বাংলাদেশ। প্রতিপক্ষ ভারত বলেই চারদিকে আলোচনার প্রধান বিষয়বস্তু যেন বাংলাদেশের নতুন পেস সেনসেশন মুস্তাফিজুর রহমান। কারণ ভারতের বিপক্ষে তার সেই বিধ্বংসী বোলিং! অভিষেকে একাই তিনি ধ্বসিয়ে দিয়েছেন টিম ইন্ডিয়াকে। এবার কি করবেন মুস্তাফিজ? এবারও তাই স্পট লাইটটা নিবদ্ধ মুস্তাফিজের ওপর। ভারতও তাকে মোকাবেলার জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করে এনেছে।

তাহলে চাপটা কী মোস্তাফিজের ওপর বেশি। তেমনটাই মনে করছেন সবাই। তবে বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা জানালেন অন্য কথা। কে কি বললো তা নিয়ে নাকি কখনোই কিছু ভাবেন না মুস্তাফিজ। খেলার বাইরে অন্য কিছুতেই এ তরুণ কান দেন না বলেও উল্লেখ করেন মাশরাফি।

মঙ্গলবার রাজধানীর এক অভিজাত হোটেলে সংবাদ সম্মেলনে বাংলাদেশের তরুণ পেস সেনসেশনকে নিয়ে মাশরাফি বলেন, ‘মুস্তাফিজ ওসব (চাপ, আলোচনা) সম্পর্কে কিছুই জানে না। আর জানলেও সে এগুলো নিয়ে চিন্তাও করে না। আমি শতভাগ নিশ্চিত। ওকে নিয়ে যত কথা হচ্ছে, সেগুলোতে ও কিছুতেই কানে দেয় না। এটা মোটেও কঠিন কাজ না যে মুস্তাফিজকে নিয়ে কথা হচ্ছে আর ও এটা নিয়ে চাপ নেবে। আর ও চাপ নেওয়ার ছেলেও না। এটা ওর জন্মগত পাওয়া।’

এদিন সংবাদ সম্মেলনে ভারতের ভারপ্রাপ্ত অধিনায়ক বিরাট কোহলি অকপটেই স্বীকার করেছেন যে, ‘মুস্তাফিজকে মোকাবেলায় এবার তারা আলাদা করে প্রস্তুতি নিয়ে এসেছেন।’ বিশ্বের অন্যতম সেরা ব্যাটিংলাইনআপ সমৃদ্ধ দল ভারত। তাদের বিপক্ষে এবার চাপে থাকা মুস্তাফিজ কেমন করবেন? জানতে চাইলে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘মুস্তাফিজ সব সময় আত্মবিশ্বাসী থাকে। ওর যে স্লোয়ারটা আছে, যেটা আমরা বলি কাটার ও সেটা বিভিন্নভাবে ডেলিভারি দিতে পারে। একটা ম্যাচের আগে ও কখনোই একটা ব্যাটসম্যান কিংবা কোনো দল নিয়ে চিন্তা করে না। ও ওর পারফরম্যান্সটাকেই বিশ্বাস করে। ওর যে বলগুলো আছে সেগুলোতে ওর বিশ্বাস থাকে, ব্যাটসম্যান কি করবে সেটা চিন্তা করে না। এটা ওকে অনেক দূর এগিয়ে নিয়ে যায়। যুদ্ধে জয়ী করে দেয়। নিজের উপর ও অনেক বিশ্বাস রাখে এবং ওর যেটা আছে সেটা নিয়ে আপনি হোম ওয়ার্ক করতে পারেন কিন্তু খুব কঠিন হবে।’

তবে মুস্তাফিজের একার পারফরমেন্সের ওপর ভরসা করে থাকতে চান না মাশরাফি। টি-টোয়েন্টি সংস্করণে মাত্র চার ওভার বল করার সুযোগ পাবেন প্রতি বোলার। তাই মুস্তাফিজের সঙ্গে অন্য বোলারদের কাছ থেকেও সেরাটা চান মাশরাফি। এ প্রসঙ্গে বাংলাদেশ দলের অধিনায়ক বলেন, ‘এটা ঠিক যে টি-টোয়েন্টি ক্রিকেটে ওদের ব্যাটিং অর্ডার খুবই কঠিন। শুধু মুস্তাফিজের ওপর নির্ভর করলে হবে না। অন্য সাইড থেকেও সবাইকে হেল্প করতে হবে। আমি সব সময়ই বলে থাকি, মুস্তাফিজ যেটা পারবে সেটা অন্য কারো পারা কঠিন হবে; কিন্তু আমরা সবাই সাপোর্টিং রোলে থাকি এবং ভুলগুলোকে কম করতে পারি তাহলে নিশ্চিতভাবেই আমরা ভালো করতে পারব।’

আরটি/আইএইচএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।