খেলাধুলায় দুর্নীতি নিয়ে টিআইবির রিপোর্ট প্রকাশ


প্রকাশিত: ০৪:১৪ এএম, ২৩ ফেব্রুয়ারি ২০১৬

আমাদের দেশে দুর্নীতি বরাবরই একটি আলোচিত বিষয়। এর প্রধানতম কারণ হলো সমাজের প্রায় সর্বস্তরে দুর্নীতির সর্বগ্রাসী রূপ। অস্বীকার করার উপায় নেই সুশাসন এবং সঠিক জবাবদিহিতার অভাবের কারণেই সব প্রতিষ্ঠানেই কম বেশি দুর্নীতি বিদ্যমান। এর প্রভাব থেকে মুক্ত নয় বাংলাদেশের ক্রীড়াঙ্গনও। দুর্নীতি বিরোধী আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বলছে অন্য দেশের মত বাংলাদেশের ক্রীড়াঙ্গনেও দুর্নীতির ছোঁয়া লাগতে শুরু করেছে।

দুর্নীতি নিয়ে প্রকাশিতব্য এক রিপোর্টে  ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ইফতেখার-উজ-জামান বলছেন, ক্রীড়াঙ্গনে সারাবিশ্বে বছরে ১৪৫ বিলিয়ন ডলারের ব্যবসা হয়। ফলে সেখানে রাজনৈতিক প্রভাব ও অর্থের পরিমাণ এত বেশি যে দুর্নীতি এড়ানোটা প্রায় অসম্ভব।

বাংলাদেশের ক্রীড়াঙ্গন নিয়ে ইফতেখার-উজ-জামান বলেন, বাংলাদেশের ক্রিকেট নিয়ে কিছু পর্যালোচনা আছে রিপোর্টে, যেখানে মূলত দেখা গেছে বিশেষ করে টি-টোয়েন্টি চালুর পর বাণিজ্যিকিকরণ হয়েছে এই খেলার।

তিনি বলেন, একটা সময় বিভিন্ন দেশের সাথে প্রতিযোগিতা হত। এখন বিভিন্ন ক্লাব এবং ফ্রাঞ্চাইজির সাথে প্রতিযোগিতা হয়। যে কারণে টিভি স্বত্বসহ নানা বিষয় চলে এসেছে, এর সাথে এসেছে অতিরিক্ত বিনিয়োগ এবং অতিরিক্ত মুনাফার প্রশ্ন। ফলে বিশ্বের অন্য যেকোন দেশের মত এই খেলাতেও চলে এসেছে বাণিজ্যিকিকরণ, সুশাসনের অভাব এবং দুর্নীতির ছোঁয়া।

তবে, বিশ্বের প্রথম জাতীয় ক্রিকেট দল হিসেবে বাংলাদেশ দল দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিয়েছে বলে প্রশংসা করেন ইফতেখার-উজ-জামান। সারাবিশ্বের ৬০জন বিশেষজ্ঞ এবং ১৫০ জন পর্যালোচকের গবেষণার ভিত্তিতে রিপোর্টটি করা হয়েছে। সূত্র: বিবিসি

এমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।