প্রিয়াঙ্কার ভাড়াটেকে আইনি নোটিশ
মুম্বাইয়ের আন্ধেরি এলাকায় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার বাড়ি ভাড়া নিয়ে স্পা খুলেছিলেন মানিক সোনি নামের এক ব্যক্তি। সেখানে স্পার আড়ালে অবৈধ ব্যবসা চালানোর অভিযোগ পেয়ে পুলিশ হানা দেয়। এ ঘটনায় চরম বিব্রত হন প্রিয়াঙ্কা। এত দিন চুপ থাকলেও এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন তিনি। বলেছেন, সত্যিই যদি এমন ঘটে থাকে, তবে ভাড়াটে উচ্ছেদ করবেন তিনি। এরই মধ্যে ভাড়াটে বরাবর আইনি নোটিশ পাঠিয়েছেন বলেও জানিয়েছেন প্রিয়াঙ্কা।
প্রিয়াঙ্কা তাঁর প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেছেন, আমার অনেকগুলো বাড়ি আছে। সেগুলো ভাড়া দিয়েছি আমি। সেসব বাড়ির ভেতর কী ঘটে না-ঘটে, তা আমি জানি না। বিশেষ করে এ বিষয়ে আমি কিছুই জানতাম না। আমি এখনো জানি না, প্রকৃত সত্যটি আসলে কী! এখনো বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তদন্তকাজে আমি পুলিশকে সব রকম সহযোগিতা করব। সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে হিন্দুস্তান টাইমস।
প্রিয়াঙ্কা আরও বলেন, সচেতন নাগরিক হিসেবে আমরা সবাই আইনের প্রতি শ্রদ্ধাশীল। তারপরও এ ধরনের ঘটনা ঘটা খুবই অপ্রত্যাশিত। যদি সত্যিই এমনটি ঘটে থাকে তাহলে অবশ্যই আমার বাড়িতে তাঁদের (ভাড়াটে) থাকতে দেব না। এরই মধ্যে আমরা তাঁদের আইনি নোটিশ পাঠিয়েছি।
নভেম্বর মাসের শুরুর দিকে প্রিয়াঙ্কার আন্ধেরির বাড়িতে পুলিশ হানা দিয়ে স্পার ব্যবস্থাপককে গ্রেপ্তার করে। তিনজন নারীকেও উদ্ধার করে পুলিশ। নভেম্বর মাসের শেষের দিকে খবরটি ফাঁস হলে চারদিকে হইচই পড়ে যায়।