হকির উন্নয়নে পাশে দাঁড়াতে চায় বিসিবি


প্রকাশিত: ০২:৫৭ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০১৬

ক্রিকেটের পর হকিকেই বাংলাদেশের সবচেয়ে সম্ভাবনাময়ী খেলা হিসেবে গণ্য করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ কারণে হকির উন্নয়নে তাদের পাশে দাঁড়াতে চায়। বিসিবি চায়, শুধু ক্রিকেটই নয়, অন্য খেলাগুলোতেও সমানতালে এগিয়ে যাক বাংলাদেশ। ফুটবল অনেক জনপ্রিয় এদেশে। কিন্তু ফুটবলে চাইলেও অনেক কারণে কিছু করা সম্ভব নয় বলেই জানিয়েছেন বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন। এ কারণে সম্ভাবনাময়ী হকির পেছনেই টাকা ব্যায় করতে প্রস্তুত তারা।

বিসিবির কার্যনির্বাহী কমিটির বৈঠকেই হকির পাশে দাঁড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তথ্যটা নিজেই জানিয়েছেন বিসিবি প্রেসিডেন্ট। বাংলাদেশের পরবর্তী সম্ভাবনা হকি উল্লেখ করে পাপন বলেন, ‘বাংলাদেশের ক্রিকেট এখন আল্লাহর রাহমতে ভালো খেলছে। ভালো করছে। বাংলাদেশের পরবর্তী ভালো সম্ভাবনা হকি। ফুটবলে ইচ্ছে করলেই অনেক কিছু করা যাবে না। কারণ এোনে প্রতিযোগিতা অনেক বেশি। কিন্তু হকিতে ভালো কোচিং হলে আমার মনে হয় দারুণ কিছু হবে। অন্তত উপমহাদেশের মধ্যে আমরা ভালো একটা অবস্থানে যেতে পারবো।’

পাপন এটাও জানিয়েছেন যে, তারা কিভাবে হকিকে সহযোগিতা করতে পারেন, এ বিষয়ে হকি ফেডারেশনের সঙ্গে তার কথা হয়েছে। ভালোমানের বিদেশি কোচ আনা হলে সেখানে পুরোপুরি স্পন্সরটা বিসিবিই করতে চায় বলে জানিয়েছেন তিনি। পাপন বলেন, ‘হকি ফেডারেশনের সাথে আমার কথা হয়েছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি হকি ফেডারেশন যদি খুব ভালো বিশ্বমানের কোনো কোচ আনে, তবে তাকে আমরা স্পন্সর করবো। কোচের বেতনসহ যে খরচ লাগবে, সব আমরা দিবো। হকিকে আমরা সমর্থন যোগাতে চাই।’

আইএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।