বিশ্বকাপে পাওয়া অর্থ গাজার শিশুদের দান করবেন ওজিল


প্রকাশিত: ০৪:২১ পিএম, ১৬ জুলাই ২০১৪

বিশ্বকাপ জেতার ফলে যে অর্থ পেয়েছেন তা যুদ্ধবিদ্ধস্ত গাজার মানুষদের সহায়তায় দান করবেন জার্মান সুপার স্টার মেসুত ওজিল। এ খবর জানিয়েছে- ইন্টারন্যাশনাল বিজনেস টাইম। জার্মানি জাতীয় দলের এবং আর্সেনালের হয়ে খেলা এ খেলোয়ার ৬ লাখ মার্কিন ডলার গাজা’র জন্য প্রদান করবেন।

তুর্কি বংশদ্ভূত ওজিল অল্প বয়সে ততটা ধর্মীয় আচার অনুষ্ঠান অনুসরণ না করলেও ফুটবল ক্যারিয়ারে আসার পর তিনি যথেষ্ট ধর্মপ্রাণ হন। ফুটবল বিশ্বকাপে রোজা রেখে মাঠ কাপিয়েছেন এ জার্মান তারকা। এছাড়া প্রতিটি ম্যাচের আগে তিনি নফল নামাজ এবং কোরআন তেলাওয়াত করে মাঠে নামতেন। এছাড়া ইসরাইলকে সমর্থন করায় এক ফিফা কর্মকর্তাদের সঙ্গে হ্যান্ডশেক করেন নি ওজিল। ২০০৬ সালে এ তারকা ফুটবল খেলোয়াড় জার্মানির জাতীয় দলে খেলা শুরু করেন। এরপর ২০১০ সালের বিশ্বকাপ ফুটবলে তিনি সবার নজরে আসেন। ওই বছর ভাল খেলার জন্য তিনি গোল্ডেন বলের জন্য মনোনিত হন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।