বিশ্বকাপে খেলার স্বপ্নে শেহবাগ


প্রকাশিত: ০৯:৩৪ এএম, ০৩ ডিসেম্বর ২০১৪

দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে থাকলেও বিশ্বকাপে খেলার স্বপ্ন ম্লান হয়ে যায়নি বলে মনে করছেন ভারতের আগ্রাসি ব্যাটসম্যান বিরেন্দর শেহবাগ। তার বিশ্বাস, বিশ্বকাপের প্রাথমিক ৩০ সদস্যের স্কোয়াডে ডাক পাবেন তিনি।

মুম্বাইয়ে আইসিসি আয়োজিত এক অনুষ্ঠানে শেহবাগ বলেছেন, আশা করছি, বিশ্বকাপের প্রাথমিক দলে জায়গা পাব। এ মুহূর্তে ভারতে রয়েছে বিশ্বকাপের ট্রফি। ট্রফিটি ভ্রমণ করবে ভারতের মুম্বাই, হায়দ্রাবাদ, বেঙ্গালুরু, নয়াদিল্লি, জালান্দার ও আহমেদাবাদ। আগামী ৭ ডিসেম্বর পর্যন্ত ভারতে থাকবে বিশ্বকাপ ট্রফি।

ভারতের ২০১১ সালের বিশ্বকাপ জয়ী দলের সদস্য শেহবাগ। তবে জাতীয় দলে ফিরতে কঠিন পরীক্ষার মধ্যেই পড়তে হবে তাকে। কারণ দলে জায়গা পাওয়ার লড়াইয়ে তাকে লড়তে হবে আজিঙ্ক্য রাহানে, শেখর ধাওয়ান ও রোহিত শর্মার সঙ্গে।

ব্যাট হাতে সর্বশেষ ভারতের হয়ে ২০১৩ সালে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে খেলেছিলেন শেহবাগ। ভারতের হয়ে ২৫১টি ওয়ানডে ও ১০৪টি টেস্ট খেলেছেন তিনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।