এশিয়া কাপে ভালো কিছুর আশা মাশরাফির


প্রকাশিত: ০১:৩৩ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০১৬

সর্বশেষ জিম্বাবুয়ের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি সিরিজের একটিতেও জিততে পারেনি বাংলাদেশ। দুটি সিরিজেই প্রথমে এগিয়ে থাকলেও শেষে হেরে সমতা মানতে বাধ্য হয় টাইগাররা। আগামী বুধবার থেকে শুরু হচ্ছে এশিয়া কাপের মূল পর্বের খেলা। তাই পূর্বের ভুল শুধরে নতুন শুরু চান বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। নিজেদের পরিকল্পনা অনুযায়ী খেলতে পারলে ভালো কিছু হতে পারে বলেও জানান টাইগার এই অধিনায়ক।

রোববার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে দলের অনুশীলনের ফাঁকে অধিনায়ক বলেন, ‘আমরা কখনোই কোন কিছু প্রমাণ করার জন্য ক্রিকেট খেলি না। আমরা বাংলাদেশের প্রতিনিধিত্ব করি; সম্ভাব্য সবকিছু জেতার জন্য খেলি। সম্ভাব্য যতটুকু ভালো করা যায় সেটার দিকেই আমাদের চোখ থাকে। সেটাই উচিত আমি বিশ্বাস করি। এর ভেতর দিয়ে হয়তো খারাপ কিছু যায় সেগুলো ভুলে গিয়ে নতুন করে শুরু করা। এইসব বাদ দিলে আমার কাছে মনে হয়, আমাদের আত্মবিশ্বাস খুব ভালো আছে। আমরা যদি আমাদের সেরাটা খেলতে পারি ; আমাদের পরিকল্পনাগুলো আমরা যদি মাঠে বাস্তবায়ন করতে পারি। সেক্ষেত্রে আমি বিশ্বাস করি ভালো কিছু হবে।’

এশিয়া ও বিশ্বকাপের জন্য জানুরারির শুরু থেকেই ব্যাপক প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। এশিয়া কাপ শুরু হতে আর বাকি তিন দিন। এর মধ্যে নিজেদের কি পরিকল্পনা জানতে চাইলে মাশরাফি বলেন, ‘এই তিনদিনে নতুন কোন পরিকল্পনা অবশ্যই নেই। এই কয় দিনে খেলোয়াড়রা নতুন কিছু করতে পারবে না। আমরা যা করার গত এক দেড় মাসেই করে ফেলেছি। আমরা যা করেছি তার প্রতি আমাদের আস্থা ও বিশ্বাস আছে। আমরা সেগুলো মাঠে বাস্তবায়ন করতে পারলে আমার বিশ্বাস আমরা ভালো করবো।’

বরাবরই বাংলাদেশ দলের প্রধান শক্তি বোলিং। তাই এটা নিয়ে এবার বিশেষ কি পরিকল্পনা করেছেন জানতে চাইলে অধিনায়ক বলেন, ‘২০১৫ সালে আমাদের পেস আক্রমণ ভালো করেছে। আমার বিশ্বাস ব্যাটসম্যানরাও আগের বছর খারাপ করেনি। টি-টোয়েন্টিতে আমরা যে অবস্থানে দাঁড়িয়ে আছি, আমাদের র্যাং কিং বলেন নির্দিষ্ট একটি জায়গাতে ফোকাস করে এগিয়ে যাওয়া খুব কঠিন। আমার ব্যাটিং-বোলিং-ফিল্ডিং সব বিভাগেই আস্থা আছে দলের প্রতি। আমাদের আত্মবিশ্বাস যদি ঠিক মতো থাকে তাহলে আমরা ভালো খেলবো।’

আরটি/এমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।