নেইমার-সুয়ারেজের গোলে বার্সার জয়


প্রকাশিত: ০৫:৩১ এএম, ২১ ফেব্রুয়ারি ২০১৬

লাস পালমাস যেন বার্সেলোনার জন্য একটা বড় ফাঁড়ার নাম। এই দলটির বিপক্ষে নিজেদের মাঠে খেলতে গিয়েই তো ইনজুরিতে পড়েছিলেন লিওনেল মেসি। এরপর টানা ২ মাস তাকে থাকতে হয়েছিল মাঠের বাইরে। সেই লাস পালমাসের মাঠে গিয়েই খেলতে হলো বার্সেলোনাকে, লিগের ফিরতে পর্বের ম্যাচে। তবে এই ম্যাচে আর বিপদে পড়তে হয়নি লিওনেল মেসিকে। তবে তিনি গোলও করতে পারেননি।

মেসি গোল না পেলেও এমএসএন ত্রিফলার বাকি দু’জন- নেইমার এবং সুয়ারেজের গোলে ২-১ ব্যবধানে গ্র্র্যান ক্যানেরিয়া থেকে জয় নিয়ে ফিরেছে কাতালানরা। তবে জয়টা খুব সহজ ছিল না। স্কোর লাইন দেখলেই বোঝা যায়। খুব কষ্টের জয় নিয়েই ন্যু ক্যাম্পে ফিরেছে লিওনেল মেসিরা।

লুইস সুয়ারেজের গোলে বার্সা প্রথমে এগিয়ে গেলেও স্বাগতিক স্ট্রাইকার উইলিয়ান হোসের গোলে সমতায় ফেরে বার্সা। শেষ পর্যন্ত নেইমারের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সা। তবে, গোলের সব ঘটনা প্রথমার্ধে। দ্বিতীয়ার্ধে লিড বাড়াতে পারেনি বার্সা। বরং, স্বাগতিকদের চাপের মুখে নিজেদের রক্ষণ সামলানোই যেন দায় হয়ে পড়েছিল বার্সার জন্য।

barcelona
ম্যাচ মাঠে গড়ানোর কিছুক্ষণ পরই (৬ষ্ঠ মিনিটে) বার্সাকে এগিয়ে দেন সুয়ারেজ। জর্দি আলবার পাস থেকে বল পেয়ে বক্সের ডান কোন থেকে ডান পায়ের দুর্দান্ত এক শট নেন সুয়ারেজ। মুহূর্তেই জড়িয়ে গেলো লাস পালমাসের জালে। লা লিগার এ মওসুমে সুয়ারেজের গোল এখন (সর্বোচ্চ) ২৫টি। ২১ গোল নিয়ে তার পেছনে রয়েছেন রিয়াল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো।

বার্সা লিড ধরে রাখতে পেরেছিল মাত্র ৪ মিনিট। ১০ম মিনিটেই সমতায় ফেরে লাস পালমাস। জোনাথন ভিয়েরার থ্রো থেকে বল পেয়ে বাম পায়ের শট নেন উইলিয়ান হোসে। সোজা বলটি জড়িয়ে যায় বার্সার জালে। সমতায় ফেরার পর লাস পালমাস যেন আরও দুর্বোধ্য হয়ে ওঠে। বরং সমান তালেই লড়াই করতে থাকে বার্সার সাথে।

৩৯তম মিনিটে এসে আবারও লিড পায় বার্সা। এবার গোলদাতা নেইমার। এক ডিফেন্ডারকে কাটিয়ে ডি-বক্সের ভেতর থেকে সুয়ারেজের নীচু ক্রসে মেসি শট নিলেও তা ফিরিয়ে দিয়েছিলেন গোলরক্ষক। ফিরতি বল বাম পায়ের শটে জালে পাঠিয়ে দেন ব্রাজিল অধিনায়ক। লা লিগার এই মৌসুমে তার গোল হলো ১৮টি।

পুরো ম্যাচে আরও দুর্দান্ত ছিলেন সুয়ারেজ। কিন্তু তার বেশ কিছু চেষ্টা গোলরক্ষকের কাছে গিয়ে থমকে যায়। এই জয়ের ফলে ২৫ ম্যাচ শেষে ৬৩ পয়েন্ট নিয়ে সবার ওপরে রয়েছে বার্সা। ২৪ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে তাদের পেছনে অ্যাটলেটিকো। ২৪ ম্যাচে রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৫৩। অথ্যাৎ, বার্সা-রিয়াল পয়েন্টের ব্যবধান এখন ১০।

আইএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।