ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন সাকিব


প্রকাশিত: ১২:৩৩ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০১৬

বাংলাদেশিদের জন্য একুশে ফেব্রুয়ারি একটি গৌরবোজ্জ্বল দিন। ১৯৫২ সালের এই দিনে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে আন্দোলনরত ছাত্রদের ওপর গুলিবর্ষণ করে বর্বর পাকিস্তানি পুলিশরা। তখন সেখানে শহীদ হন কয়েকজন তরুণ। বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে বাংলাকে রাষ্ট্রভাষা প্রতিষ্ঠা করেন তারা। সেইসব ভাষাশহীদদের গভীরভাবে শ্রদ্ধা জানালেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কেন্দ্রীয় শহীদ মিনারের ছবি আপলোড করেন সাকিব আর তাতে ক্যাপশন দেন ‘১৯৫২ সালের ভাষা শহীদের জানাই অসীম শ্রদ্ধা।’

সাকিব শুধু বাংলাদেশই নয়, বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগ খেলার কারণে সারা বিশ্বে তুমুল জনপ্রিয়। সাকিবের ফেসবুক পেজে প্রায় ৭৬ লক্ষ অনুসারী রয়েছেন। তার প্রায় এক তৃতীয়াংশ বিদেশি অনুসারী। তাই তাদের জন্য ক্যাপশনটি ইংরেজিতেও লিখে দেন সাকিব। লিখেন ‘In remembrance of the martyrs of the Bengali Language Movement of 1952.’

১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারির সকালে উর্দুকে রাষ্ট্রভাষা করার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ১৪৪ ধারা অমান্য করে রাজপথে বেরিয়ে আসেন। এ সময় পুলিশ তাদের ওপর গুলি চালায়। এতে বরকত, জব্বার, সালামসহ কয়েকজন ছাত্রযুবা শহীদ হন।

উল্লেখ্য, ১৯৯৯ সালের ১৭ নভেম্বর ইউনেস্কোর অধিবেশনে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয়। ২০০০ সালের ২১ ফেব্রুয়ারি থেকে দিবসটি জাতিসংঘের সদস্যদেশগুলোতে যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে।

আরটি/এসএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।