শেষ বিকেলে ঘুরে দাঁড়িয়েছে শ্রীলঙ্কা


প্রকাশিত: ০৩:০৯ পিএম, ১৬ জুলাই ২০১৪

শেষ সেশনের দারুণ বোলিংয়ে সিরিজের প্রথম টেস্টে ঘুরে দাঁড়িয়েছে স্বাগতিক শ্রীলঙ্কা। চা বিরতির পর ৭৪ রানে প্রোটিয়াদের চার উইকেট তুলে নিয়ে লঙ্কান বোলাররা স্বাগতিকদের ম্যাচে ফেরান।

১ উইকেটে ১৯৪ রান নিয়ে চা বিরতির পর ব্যাট করতে নেমে ২৬৮ রান তুলতেই ৫ উইকেট হারিয়ে বসে সফরকারীরা।

বুধবার গল টেস্ট দিয়েই অধিনায়ক হিসেবে হাশিম আমলার অভিষেক হয়। এদিন টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন প্রোটিয়া দলনায়ক। উদ্বোধনী জুটিতে আলভিরো পিটারসেন ও ডিন এলগার ৭০ রান করে সফরকারীদের উড়ন্ত সূচণা এনে দেন। দলীয় ৭০ রানে পিটারসেন ব্যক্তিগত ৩৪ রান করে ফিরে গেলে ডু প্লেসিসকে নিয়ে ইনিংস মেরামত করেন ডিন এলগার। এ দু’জনের ১২৫ রানের জুটিতে বড় সংগ্রহের দিকে এগুতে থাকে প্রোটিয়ারা। কিন্তু চা বিরতির পর এলগার ফিরে গেলেই ধস নামে প্রোটিয়াদের ইনিংসে।

১ উইকেটে ১৯৪ রান থেকে ৫ উইকেটে ২৬৬ রানে পরিণত হয় দক্ষিণ আফ্রিকার ইনিংস। এক এক করে এলগার, হাশিম আমলা, ডু প্লেসিস ও ডি ভিলিয়ার্সকে তুলে নিয়ে স্বাগতিকদের ম্যাচে ফেরান লাকমল-পেরেরারা।

দিনশেষে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৫ উইকেটে ২৬৮ রান। ক্রিজে রয়েছেন ডি কক (১৭) ও ডেল স্টেইন (০)। প্রোটিয়াদের হয়ে এলগার ১০৩ ও ডু প্লেসিস করেন ৮০ রান। এছাড়া পিটারসেন করেন ৩৪ রান। লঙ্কানদের হয়ে লাকমল ও পেরেরা দুইটি করে উইকেট লাভ করেন। অপর উইকেটটি নেন রঙ্গনা হেরাথ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।