বিমান দুর্ঘটনা থেকে বেঁচে গেলেন অলিম্পিক স্বর্ণজয়ী রুডিশা

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৮:৩৭ পিএম, ১৩ ডিসেম্বর ২০২২

বিমান দুর্ঘটনা থেকে অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন দুইবারের অলিম্পিক স্বর্ণজয়ী অ্যাথলেট ডেভিড রুডিশা। ৮০০ মিটার ইভেন্টে কেনিয়ার হয়ে অলিম্পিকে স্বর্ণ জিতেছিলেন তিনি।

অলাভজনক কনজারভেশন সংস্থা বিগ লাইফ ফাউন্ডেশন তার বিমান দুর্ঘটনার তথ্য জানায়। গত শনিবার একটি ক্রীড়া ইভেন্ট থেকে ফেরার পথে দক্ষিণ-পূর্ব কেনিয়ার কাজিয়াদো কাউন্টিতে বিমান দুর্ঘটনার শিকার হন রুডিশা। জানা গেছে, বিমানে থাকা কেউ হতাহত হননি।

কিমানা বন্যপ্রাণী অভয়ারণ্যে বার্ষিক মাসাই অলিম্পিক প্রতিযোগিতার অংশ নেওয়ার পর ডেভিড রুডিশাসহ আরও পাঁচজন একটি ছোট বিমানে ফিরছিলেন কেনিয়ার রাজধানী নাইরোবিতে। যাত্রা শুরুর কিছুক্ষণ পর যান্ত্রিক ত্রুটি দেখা দেয় বিমানের। পাইলট জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন। দুর্ঘটনার বিস্তারিত জানায় বিগ লাইফ ফাউন্ডেশন। যারা মাসাই অলিম্পিকেরও আয়োজক ছিল।

Rudisha

২০১২ লন্ডন ও ২০১৬ রিও অলিম্পিকে স্বর্ণপদক জয়ী ৩৩ বছরের অ্যাথলেট ডেভিড রুডিশা বলেন, ‘যাত্রা শুরুর ৭-৮ মিনিট সব ঠিকই ছিল। কিছুক্ষণ পরই বিমানটির ইঞ্জিন কাজ করা বন্ধ করে দেয়। জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন বিমান চালক। আমরা সবাই চিন্তিত হয়ে পড়ি। বুঝতে পারছিলাম না কী হবে।’

তিনি আরও বলেন, ‘পাইলট একটি ফাঁকা জায়গা দেখতে পেয়ে সেখানে অবতরণের চেষ্টা করেছিলেন; কিন্তু তা সম্ভব হয়নি। উইংসে কিছু একটার সঙ্গে ধাক্কা খেয়ে বিমানটি ঘুরতে থাকে। তবে শেষ পর্যন্ত সব ঠিকই আছে। সৌভাগ্যক্রমে আমরা বেঁচে আছি। আমার এবং সহযাত্রীদের সামান্য আঘাত লেগেছে। প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। শুধুমাত্র কেনিয়া মাস্টার্স অ্যাথলেটিকের চেয়ারম্যান স্টিফেন ওলে মারাইকে পাঁজরের আঘাতের ফলে চিকিৎসার জন্য নাইরোবির হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।’

ডেভিড রুডিশা বলেন, ‘এটা একটা ভয়ঙ্কর পরিস্থিতি ছিল। এ ধরণের অভিজ্ঞতা এর আগে কখনও ঘটেনি। আমি ভয় পেয়ে গিয়েছিলাম। সেই সময় শুধু সৃষ্টিকর্তাকে ডাকাছাড়া আর কিছুই করা যায়নি। বিমানটি যাতে বড়সড় দুর্ঘটনার কবলে না পড়ে তার জন্য পাইলট অনেক চেষ্টা করেছেন। তার অভিজ্ঞতার জন্য বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলাম আমরা।’

কেনিয়ান সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ বিমান দুর্ঘটনার এলাকাটি দেখতে যান এবং এ ঘটনায় একটি তদন্ত কমিটিও গঠন করে তারা।

আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।