`জিম্বাবুয়ে সিরিজের চেয়ে এশিয়া কাপে ভালো করবে বাংলাদেশ`


প্রকাশিত: ০৬:২৪ এএম, ১৯ ফেব্রুয়ারি ২০১৬

পাকিস্তান সুপার লিগ (পিএসএল) শেষ না করেই দেশে ফিরে এসেছেন বাংলাদেশের তিন তারকা ক্রিকেটার সাকিব আল হাসান, তামিম ইকবাল এবং মুশফিকুর রহিম। দুবাই থেকে বৃহস্পতিবার রাতেই তারা দেশের মাটিতে পা রাখেন। এই তিন জনের মধ্যে শনিবার এশিয়া কাপের ক্যাম্পে যোগ দেবেন সাকিব আল হাসান এবং মুশফিকুর রহিম। তামিম দেশে ফিরলেও অংশ নিতে পারছেন না এশিয়া কাপের ক্যাম্পে। কারণ, কয়েকদিন পরই প্রথমবারেরমত বাবা হতে যাচ্ছেন তিনি। যে কারণে স্ত্রীর পাশে থাকতে ব্যাংকক চলে যাবেন তামিম।

এশিয়া কাপে খেলতে না পারলেও বাংলাদেশের এই ড্যাশিং ওপেনার বিশ্বাস করেন, এশিয়া কাপে ভালো করবে বাংলাদেশ। জিম্বাবুয়ে সিরিজের চেয়ে অন্তত ভালো হবে বলে জানালেন তিনি। তামিম বলেন, `আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ যে সিরিজ খেলেছে তার চেয়েও এশিয়া কাপে অনেক বেশি ভালো করবে।`

তবে নিজেদের দিকেও দৃষ্টি রয়েছে তামিমের। এ কারণে তিনি সঙ্গে যোগ করেন, `তবে আমি এটা বলছি না যে, টি-টোয়েন্টিতে আমরা অনেক উপরে রয়েছি। আমি এটা বোঝাতে চাইছি যে, আমরা এই ফরম্যাটে ধীরে ধীরে উন্নতি করছি। সত্যি, এশিয়া কাপে বাংলাদেশের দুর্দান্ত একটি সাফল্যের দিকেই তাকিয়ে আছি আমি।`

আইএইচএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।