লা লিগায় ৩০০ গোলের মাইলফলকে মেসি


প্রকাশিত: ০৯:৫১ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০১৬

লা লিগার প্রথম খেলোয়াড় হিসেবে ৩০০ গোলের মাইলফলকে পৌঁছালেন বার্সা তারকা লিওনেল মেসি। এদিন বরাবরের মতোই আক্রমণত্রয়ীর দুর্দান্ত খেলায় স্পোর্টিং গিজনকে অনায়াসে হারিয়েছে তার দল। জোড়া গোল করেছেন মেসি। গোল করায় অসাধারণ দক্ষতার পরিচয় এই ম্যাচেও দিয়েছেন লুইস সুয়ারেজ।

স্পোর্টিংয়ের ঘরের মাঠে ৩-১ গোলে ম্যাচটি জিতে শিরোপা লড়াইয়ে খানিকটা এগিয়ে গেল লুইস এনরিকের দল। বুধবার ম্যাচের ২৫তম মিনিটে বল নিয়ে আড়াআড়ি দৌড়ে ডি-বক্সের ঠিক বাইরে থেকে জোরালো শটে বাঁ পোস্ট দিয়ে বল জালে জড়ান বার্সেলোনার এই ম্যাচের অধিনায়ক।

দুই মিনিটের মধ্যেই অবশ্য সমতা ফেরায় স্পোর্টিং। প্রতি-আক্রমণে মেনেনদেসের দুর্দান্ত নিচু ক্রসে শুয়ে পড়ে পা লাগিয়ে গোলরক্ষক ক্লাওদিও ব্রাভোকে ফাঁকি দেন কার্লোস কাস্ত্রো। বার্সার আবারও এগিয়ে যেতে সময় লাগেনি।

৩১তম মিনিটে ডি-বক্সে সুয়ারেজকে বল বাড়িয়েছিলেন মেসি। বল দখলে রেখে তা ফেরত পাঠাতেই বাঁ পায়ের বাইরের অংশ দিয়ে জালে জড়িয়ে দেন আর্জেন্টিনা অধিনায়ক। এটা নিয়ে লা লিগায় মেসির গোল হলো ১৫টি।

খেলার ৬২তম মিনিটে পেনাল্টি থেকেও ব্যবধান বাড়াতে পারেননি সুয়ারেজ। ডান দিকে ঝাঁপিয়ে পড়ে তা ঠেকিয়ে দেন গোলরক্ষক। নেইমারকে গোলরক্ষক ফেলে দেয়ায় পেনাল্টির সিদ্ধান্ত দিয়েছিলেন রেফারি। পাঁচ মিনিট পরই দুর্দান্ত এক গোল করে হতাশা কিছুটা ভোলেন সুয়ারেজ।

৭১তম মিনিটে মেসির বাড়ানো বল পেয়ে গোলে শট না নিয়ে সুয়ারেজকে বাড়াতে গিয়ে সুযোগ নষ্ট করেন ফাঁকায় দাঁড়িয়ে থাকা আর্দা তুরান। পরের মিনিটে নেইমারের জোরালো শট কোনোমতে ঠেকান গোলরক্ষক। শেষ বাঁশি বাজার আগে আর গোল হজম করতে হয়নি স্বাগতিকদের।

বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।