আদালত চত্বরে ছাত্রনেতার ওপর হামলা (ভিডিও)


প্রকাশিত: ১১:১৬ এএম, ১৭ ফেব্রুয়ারি ২০১৬

রাষ্ট্রবিরোধী স্লোগান দেওয়ার অভিযোগে দায়ের হওয়া মামলার শুনানিতে অংশ নেয়ার সময় আদালত চত্বরে ভারতের জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা কানহাইয়া কুমারের ওপর হামলা হয়েছে। বুধবার  দিল্লির পাতিয়ালা হাউস আদালত চত্বরে আইনজীবীদের দু`পক্ষের সংঘর্ষ এবং সাংবাদিকদের ওপরও হামলা হয়েছে।

এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার পাতিয়ালা হাউস আদালতে শুনানিতে অংশ নেয়ার সময় ছাত্রনেতা কুমারের উপর হামলা চালায় আইনজীবীদের একাংশ। এ সময় কানহাইয়াকে কড়া পুলিশি পাহাড়ার মধ্য দিয়ে বের করে নিয়ে যাওয়া হয়। আদালত চত্বরে পুলিশ সদস্যরা উপস্থিত থাকলেও হামলা ঠেকাতে কোনো উদ্যোগ নেয়নি বলে অভিযোগ করেছেন কুমারের আইনজীবী।

এদিকে পুলিশের দাবি, কানহাইয়ার ওপর হামলার চেষ্টা হয়েছে। কিন্তু তিনি আঘাতপ্রাপ্ত হননি। প্রবীণ আইনজীবী ইন্দিরা জয়সিংহ সুপ্রিম কোর্টে হামলার বিষয়ে তার বক্তব্য উপস্থাপন করেন। পাতিয়ালা কোর্ট চত্বরে চার শতাধিক পুলিশ মোতায়েন থাকা সত্ত্বেও এ হামলার ঘটনা ঘটেছে। পরিস্থিতি খতিয়ে দেখতে পাঁচ জ্যেষ্ঠ আইনজীবীকে পাতিয়ালা হাউস কোর্টে পাঠানো হয় সুপ্রিম কোর্টের পক্ষ থেকে।

সকাল থেকেই আদালত চত্বরে আইনজীবীরা দুটি দলে বিভক্ত হয়ে কানহাইয়ার পক্ষে বিপক্ষে স্লোগান দিতে থাকেন। পরে দুই পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়। এরপর কানহাইয়াকে আদালত চত্বরে নিয়ে আসা হলে, তার ওপরও হামলা হয়।

উল্লেখ্য, ভারতের পার্লামেন্টে হামলার দায়ে দোষী সাব্যস্ত আফজাল গুরুকে ২০১৩ সালে ফাঁসিতে ঝোলানোর বর্ষপূর্তি পালন করে ভারতের জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীদের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী স্লোগান দেওয়ার অভিযোগ ওঠে।

ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা মহেশ গিরি ও বিজেপির ছাত্র শাখা এবিভিপির দায়ের করা মামলার পর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সভাপতি কানহাইয়া কুমারকে গ্রেফতার করে দেশটির পুলিশ। বুধবার ওই মামলার শুনানিতে অংশ নিতে যাওয়ার সময় আদালত চত্বরে হামলার শিকার হন কানহাইয়া।



এসআইএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।