স্বর্ণমন্দিরে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা


প্রকাশিত: ০৬:২৩ এএম, ১৭ ফেব্রুয়ারি ২০১৬

বান্দরবান পার্বত্য জেলার অন্যতম দর্শনীয় স্থান ও বৌদ্ধ অনুসারীদের তীর্থস্থান স্বর্ণমন্দিরে পর্যটক ভ্রমণে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা আরোপ করছে কর্তৃপক্ষ। আগামী শনিবার (২০ ফেব্রুয়ারি) থেকে ভ্রমণে এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বলে জানা গেছে।

দেশের বিভিন্ন স্থান থেকে আসা পর্যটক কর্তৃক বৌদ্ধ মন্দিরের পবিত্রতা নষ্ট, অসাদাচারণ, ভান্তেদের হয়রানি করার কারণে স্বর্ণমন্দির পরিচালনা কমিটি এই সিদ্ধান্ত গ্রহণ করে। তবে পূজারীবৃন্দ বিশেষ অনুমতি ক্রমে মন্দিরে প্রবেশ করে পূজা দিতে পারবেন।

বান্দরবানের স্বর্ণমন্দিরের প্রধান ধর্মীয় গুরু উপ ঞ ঞা জোত মহাথের জানান, বিভিন্ন জায়গা থেকে আসা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অসৌজন্যমূলক আচরণের কারণে কমিটি সিদ্ধান্ত নিয়েছে এ ধর্মীয় স্থানটি বন্ধ রাখা হবে।

এদিকে, প্রতি বছর দেশের বিভিন্ন প্রান্ত থেকে স্বর্ণমন্দির দেখতে হাজার হাজার পর্যটক আসে। মন্দিরে প্রবেশে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা আরোপ করার কারণে জেলার পর্যটন ব্যবসায় ক্ষতি হতে পারে এমন আশঙ্কা করছে পর্যটন ব্যবসার সঙ্গে সংশ্লিষ্টরা।

সৈকত দাশ/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।