বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের আইপিও আবেদন গ্রহণ শুরু

বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদন গ্রহণ আজ (বুধবার) শুরু হয়েছে। চলবে আগামী ২৫ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) পর্যন্ত। স্থানীয় ও প্রবাসী উভয় বিনিয়োগকারীদের জন্য এই সময়সীমা নির্ধারণ করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, আইপিও’র মাধ্যমে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড প্রতিটি ১০ টাকা মূল্যের ১ কোটি ৭৭ লাখ সাধারণ শেয়ার ছেড়ে পুঁজিবাজার থেকে মোট ১৭ কোটি ৭০ লাখ টাকা উত্তোলন করবে। যার মার্কেট লট নির্ধারণ করা হয়েছে ৫০০টি শেয়ারে। অর্থাৎ প্রতিটি আবেদনের জন্য ৫ হাজার টাকা বিনিয়োগ করতে হবে। উত্তোলিত টাকা কোম্পানিটি এফডিআরে বিনিয়োগ, ট্রেজারি বন্ড ও প্রাথমিক গণপ্রস্তাবের খরচ খাতে ব্যয় করবে কোম্পানিটি।
২০১৪ সালের শেষ হওয়া সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী এক্সট্রা-অর্ডিনারি ইনকাম ব্যতীত শেয়ার প্রতি আয় (ইপিএস) ১ টাকা ০৭ পয়সা ও নেট অ্যাসেট ভ্যালু (এনএভি) ১৫ টাকা ৬৫ পয়সা।
কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে প্রাইম ফাইন্যান্স ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।
প্রসঙ্গত, চলতি বছরের ১৮ জানুয়ারি নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৫৬৪তম কমিশন সভায় পুনরায় এ কোম্পানির আইপিও অনুমোদন দেয়া হয়।
উল্লেখ্য, এর আগে গত বছর ২৯ জুন আইপিও আবেদনের কথা থাকলেও যথাযথ আইন পরিপালনে ব্যর্থ হওয়ায় বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের আইপিও আবেদন স্থগিত করে বিএসইসি।
এসআই/জেএইচ/পিআর