মনোনয়ন না দেয়ায় বরগুনায় ছাত্রলীগের হরতাল

বরগুনার পাথরঘাটা উপজেলায় সকাল-সন্ধ্যা হরতাল পালন করছে উপজেলা ছাত্রলীগ। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে উপজেলার চরদুয়ানী ইউনিয়নের চেয়াম্যান পদে উপজেলা ছাত্রলীগের সভাপতি অ্যাডভোকেট আবদুর রহমান জুয়েলকে মনোনয়ন না দেয়ায় এই হরতালের ডাক দিয়েছেন তারা।
বুধবার সকালে হরতাল সমর্থকরা পাথরঘাটা পৌর শহরে মিছিল ও সমাবেশ করেন। এ সময় তারা পাথরঘাটা পৌরসভার বিভিন্ন স্থানে রাস্তায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেন। পরে পুলিশ এসে তাদের সড়ক থেকে সরিয়ে দেয়।
এদিকে সরকার দলীয় সংগঠনের ডাকা হরতালে জনমনে আতঙ্কের সৃষ্টি হয়েছে। হরতালের কারণে পাথরঘাটা পৌর শহরের সকল দোকানপাট বন্ধসহ অভ্যন্তরীণ ও দূরপাল্লার সকল যান চলাচলও বন্ধ রয়েছে।
এ বিষয়ে পাথরঘাটা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জিয়াউল হক জানান, হরতালে সংঘর্ষ এড়াতে পৌর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
সাইফুল ইসলাম মিরাজ/এফএ/এসএস/পিআর