মনোনয়ন না দেয়ায় বরগুনায় ছাত্রলীগের হরতাল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৬:০০ এএম, ১৭ ফেব্রুয়ারি ২০১৬

বরগুনার পাথরঘাটা উপজেলায় সকাল-সন্ধ্যা হরতাল পালন করছে উপজেলা ছাত্রলীগ। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে উপজেলার চরদুয়ানী ইউনিয়নের চেয়াম্যান পদে উপজেলা ছাত্রলীগের সভাপতি অ্যাডভোকেট আবদুর রহমান জুয়েলকে মনোনয়ন না দেয়ায় এই হরতালের ডাক দিয়েছেন তারা।

বুধবার সকালে হরতাল সমর্থকরা পাথরঘাটা পৌর শহরে মিছিল ও সমাবেশ করেন। এ সময় তারা পাথরঘাটা পৌরসভার বিভিন্ন স্থানে রাস্তায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেন। পরে পুলিশ এসে তাদের সড়ক থেকে সরিয়ে দেয়।

Barguna-Hartal

এদিকে সরকার দলীয় সংগঠনের ডাকা হরতালে জনমনে আতঙ্কের সৃষ্টি হয়েছে। হরতালের কারণে পাথরঘাটা পৌর শহরের সকল দোকানপাট বন্ধসহ অভ্যন্তরীণ ও দূরপাল্লার সকল যান চলাচলও বন্ধ রয়েছে।

এ বিষয়ে পাথরঘাটা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জিয়াউল হক জানান, হরতালে সংঘর্ষ এড়াতে পৌর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সাইফুল ইসলাম মিরাজ/এফএ/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।