মুস্তাফিজকে নিয়ে এখনও শঙ্কা


প্রকাশিত: ০৩:০৩ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০১৬

জিম্বাবুয়ে সিরিজের সময়ই ইনজুরিতে পড়েছিলেন বাংলাদেশ দলের অন্যতম পেস শক্তি মুস্তাফিজুর রহমান। কাঁধের চোট কাটাতে তাকে জিম্বাবুয়ের বিপক্ষে শেষ দুটি টি-টোয়েন্টিতে রাখা হয়নি। এরই মধ্যে চলেছে কাটার মাস্টারের পুনর্বাসন প্রক্রিয়া। জিম্বাবুয়ে সিরিজের পর খুলনায় এক সপ্তাহেরও বেশি সময়, এরপর বন্দর নগরী চট্টগ্রামে প্রায় সপ্তাহখানেক কন্ডিশনিং ক্যাম্প করেছে বাংলাদেশ ক্রিকেট দল। চট্টগ্রামের পর্ব শেষ করে আজ (মঙ্গলবার) রাতেই ঢাকায় ফিরেছে মাশরাফিরা।

দীর্ঘ এই অনুশীলন, কন্ডিশনিং ক্যাম্প শেষে বাংলাদেশ ক্রিকেট দলের কার কী অবস্থা? জানতে চাইলে এ বিষয়ে দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন বলেন, ‘আমরা মূলত নজর দিয়েছি, ম্যাচের ভেতর ছোট ছোট অনেকগুলো বিষয়কে। যেগেুলো যোগ করলে অনেক বড় হয়ে দাঁড়ায়। বিশেষ করে, ডেথ ওভারে বল হাতে কিংবা ব্যাট হাতে কিভাবে প্রতিপক্ষের ওপর প্রভাব বিস্তার করা যায়। বিশেষ সময়গুলোতে কার কী দায়িত্ব, সে বিষয়গুলো নিয়েই অনুশীলন চালানো হয়েছে। ম্যাচের প্রথমে ৫-৬ ওভার কিংবা ডেথ ওভারগুলোতে ব্যাটিংয়ের ধরনটা কেমন হবে সেটাও ছিল অনুশীলনের বিষয়। সর্বশেষ সোমবার আমরা অনুশীলন করেছি, কিভাবে ওভার প্রতি রান রেট কমানো যায়।’  

মুস্তাফিজুর রহমানের কী অবস্থা জানতে চাইলে খালেদ মাহমুদ সুজন জানান, এখনও পুরোপুরি ফিট হতে পারেননি বাংলাদেশের পেস সেনসেশন। এখনও স্লোয়ার কার্টারটা পুরোপুরি দিতে পারছেন না তিনি। সুজন বলেন, ‘মুস্তাফিজের স্লোয়ার করতে সমস্যা হচ্ছে। ইনজুরির পর স্বাভাবিক ছন্দে ফিরতে একটু সময় লাগে। সে আপাতত সুয়িং নিয়ে কাজ করছে। ইয়র্কার নিয়েও। কাটার নিয়ে সমস্যা হলেও, আশা করি এশিয়া কাপ আসতে আসতে ঠিক হয়ে যাবে।’

আইএইচএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।