ক্রিকইনফোর সেরা একাদশের অধিনায়ক মিরাজ


প্রকাশিত: ০২:৫৮ এএম, ১৬ ফেব্রুয়ারি ২০১৬

ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে ফাইনাল দিয়ে পর্দা নেমেছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ১১তম আসরের। এ আসরে আইসিসির কোন টুর্নামেন্টে সেরা সাফল্য নিয়ে শেষ করেছে বাংলাদেশ। দলের তৃতীয় স্থান ছাড়াও ব্যক্তিগত টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বাংলাদেশের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। আর টুর্নামেন্ট শেষে ক্রিকেট বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোর সেরা একাদশের অধিনায়কও নির্বাচিত হলেন এ অলরাউন্ডার।
 
ক্রিকইনফোর ঘোষণা করা মিরাজের সঙ্গে একাদশে জায়গা হয়েছে বাংলাদেশি পেসার মোহাম্মদ সাইফুদ্দিনের। তবে সর্বোচ্চ চারজন জায়গা পেয়েছেন ভারত থেকে। এছাড়া বাংলাদেশ, ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ থেকে দুইজন করে জায়গা পেয়েছেন। পাকিস্তান থেকে রয়েছেন একজন।
 
ইএসপিএন ক্রিকইনফো আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেরা একাদশ :
১. রিশাভ পান্ত (ভারত)
২. গিড্রন পোপ (ওয়েস্ট ইন্ডিজ)
৩. জ্যাক বার্নহাম (ইংল্যান্ড)
৪. সরফরাজ খান (ভারত)
৫. হাসান মহসিন (পাকিস্তান)
৬. মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক-বাংলাদেশ)
৭. মোহাম্মদ সাইফুদ্দিন (বাংলাদেশ)
৮. মায়াঙ্ক ডাগার (ভারত)
৯. সাকিব মাহমুদ (ইংল্যান্ড)
১০. আলজারি জোসেফ (ওয়েস্ট ইন্ডিজ)
১১. আভেস খান (ভারত)

আরটি/এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।