দিনটা শুধু প্রেমিক-প্রেমিকাদের জন্য নয় : মুশফিক


প্রকাশিত: ০৯:৪২ এএম, ১৪ ফেব্রুয়ারি ২০১৬

১৪ ফেব্রুয়ারি, বিশ্ব ভালোবাসা দিবস। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে রবীন্দ্র সরোবর পর্যন্ত রাজধানী ঢাকার আনাচে কানাচে এমনকি সারাদেশের পার্ক ও বিনোদন কেন্দ্রগুলো সরব হবে প্রেমিক-প্রেমিকাদের পদচারণায়। হয়তো কবির ভাষায় একে অন্যকে বলবে ‘তোমাকে ভালোবাসি। ভালোবেসে সখী নিভৃত যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে...’।  

তবে সেই ভালোবাসা কেবলই জীবনসঙ্গী বা প্রেমিক-প্রেমিকার জন্য নয়। ভালোবাসা সবার জন্য। বাংলাদেশ জাতীয় দলের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিমও তেমনটাই মনে করছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে তিনি লিখেছেন, ‘আজকের দিনটি শুধু মাত্র প্রেমিক-প্রেমিকাদের জন্যই, এমন কোন কথা কিন্তু নেই। আসুন, আজকের এই দিনে আমরা আমাদের মা-বাবা, বন্ধু-বান্ধব, ধনী-গরীবদের মাঝে ভালোবাসা ছড়িয়ে দেই। সবাইকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা!’

এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।