মেঘনা চরে পাঁচ শতাধিক যাত্রী নিয়ে লঞ্চ আটকা


প্রকাশিত: ০৮:৫৯ এএম, ০১ ডিসেম্বর ২০১৪

মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা চরে পাঁচ শতাধিক যাত্রী নিয়ে আটকা পড়েছে এমভি আঁচল-৪ নামে নারায়ণগঞ্জগামী একটি লঞ্চ। সোমবার ভোর সাড়ে ৪টার দিকে ঘন কুয়াশার কারণে লঞ্চটি আটকা পড়ে। লঞ্চটির মাস্টার মুজিবুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রোববার রাতে পিরোজপুর থেকে ৫ শতাধিক যাত্রী নিয়ে নারায়ণগঞ্জে যাচ্ছিলেন তারা। সোমবার ভোর সাড়ে ৪টার দিকে ঘন কুয়াশার কবলে পড়ে লঞ্চটি। চলাচলে অসুবিধা হওয়ায় এ সময় বাধ্য হয়েই মেঘনা পাড়ে নোঙর করার চেষ্টাকালে চরের মধ্যে উঠে যায় লঞ্চটি।

নদীতে জোয়ার আসলে লঞ্চটি নারায়ণগঞ্জের উদ্দেশ্য রওনা দিতে পারবে বলে জানিয়েছেন  মুজিবুল হক। এদিকে অসহনীয় দুর্ভোগের কবলে পড়েছে লঞ্চের যাত্রীরা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।