সন্ধ্যায় পিএসএলে মুখোমুখি হচ্ছেন সাকিব-তামিম


প্রকাশিত: ০৯:২৭ এএম, ১১ ফেব্রুয়ারি ২০১৬

দু’জনই দুবাইতে গেলেন এক সঙ্গে। বিমান বন্দরে নেমে ছবিও তুলেছেন একসঙ্গে। এরপর থেকেই আলাদা হযে গেলেন। দু’জন খেলছেন দুই দলে। একজন পেশোয়ার জালমিতে। অন্যজন করাচি কিংসে। প্রথমজন তামিম ইকবাল, দ্বিতীয়জন সাকিব আল হাসান। টুর্নামেন্টের শুরু থেকেই উজ্জ্বল বাংলাদেশের এই দুই তারকা। নিজের প্রথম ম্যাচেই উইনিং পারফরম্যান্স উপহার দেন সাকিব আল হাসান এবং তামিম ইকবাল।

পাকিস্তান সুপার লিগে অবশেষে মুখোমুখি হয়ে যাচ্ছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের এই দুই সতীর্থ। বাংলাদেশ সময় আজ সন্ধ্যা সাড়ে ৫টায় মাঠে নামছে পেশোয়ার জালমি এবং করাচি কিংস। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে সাকিব আল হাসানের বিপক্ষে ব্যাট করতে নামবেন তামিম ইকবাল। সর্বশেষ বিপিএলেই দেখা গেছে এমন দৃশ্য। পিএসএলের কল্যাণে আবার দেখা যাবে দুই বন্ধুর দ্বৈরথ।

তিন ম্যাচ খেলেছে সাকিবের করাচি কিংস। মাত্র একটি জয়ে ২ পয়েন্ট নিয়ে তারা রয়েছে টেবিলের তিন নম্বর স্থানে। যে ম্যাচটি জিতেছিল, ওই ম্যাচে সেরা হয়েছিলেন সাকিবই। অপরদিকে শহিদ আফ্রিদির নেতৃত্বাধীন পেশোয়ার জালমি ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে রয়েছে দ্বিতীয় স্থানে। এ দলের হয়ে অসাধারণ ব্যাটিং করছেন তামিম ইকবাল।

৩ ম্যাচে তামিম ইকবাল সংগ্রহ করেছেন ১২০ রান। রান সংগ্রাহকের তালিকায় তিনি রয়েছেন ৫ নম্বরে। হাফ সেঞ্চুরি ২টি। ৩ ম্যাচে সাকিব আল হাসানের রান ৮৮। একটি হাফ সেঞ্চুরি। উইকেট নিয়েছেন ২টি।

আইএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।