মাশরাফিকে মনে করিয়ে দিলেন মিরাজ


প্রকাশিত: ০৮:২৭ এএম, ১১ ফেব্রুয়ারি ২০১৬

বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। আর অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। অনেকেই এখনই মাশরাফির উত্তরসূরি হিসাবে দেখছেন মিরাজকে। সামনে থেকে যেমন নেতৃত্ব দিতে জানেন মিরাজ, তেমনি মাশরাফির মত দলকে উজ্জীবিত পারেন তিনি। আর এদিন মাশরাফির মত সেলিব্রেশন করে আর একবার মাশরাফিকে মনে করিয়ে দিলেন মিরাজ।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এবার কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলেছেন মাশরাফি। গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে চিটাগাং ভাইকিংসের বিপক্ষে ১৭৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৩২ বলে ৪টি চার এবং ৩টি ছক্কার সাহায্যে ৫৬ রান করে অপরাজিত থেকে দলকে সহজ জয় এনে দেন মাশরাফি। এরপর দল জিতিয়েই ভো দৌড়।

বৃহস্পতিবার মিরপুর শের-ই-বাংলায় ক্যারিবীয়ান ওপেনার গিড্রন পোপ ব্যাট হাতে হুমকি হয়ে উঠছিলেন বাংলাদেশের জন্য। মাঝে একটি সহজ ক্যাচও মিস করে তার। তাই পোপকে আউট করার পর অনেকটা দিশেহারা গতিতে ছুটলেন দলের অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। আর তার এই দৌড় মনে করিয়ে দিল মাশরাফিকে।

আরটি/এমআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।