ইয়ুথ চ্যাম্পিয়নশিপে অংশ নিতে কুয়েতে দুই অ্যাথলেট

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৫:১৬ পিএম, ১১ অক্টোবর ২০২২

চতুর্থ এশিয়ান ইয়ুথ অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে অংশ নিতে কাতার গেলো তিন সদস্যের বাংলাদেশ দল। দলে দুই জন অ্যাথলেট ও একজন কর্মকর্তা রয়েছেন।

আগামী ১৩ থেকে ১৬ অক্টোবর কুয়েতের রাজধানী কুয়েত সিটিতে অনুষ্ঠিত হবে এই ইয়ুথ অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ। বাংলাদেশ দলের দুই অ্যাথলেটের মধ্যে মো. আরিফ বিল্লাহ ১০০ ও ২০০ মিটারে এবং ছারজিল হাসান খান জিদান ২০০ মিটার ও ৪০০ মিটারে অংশ নেবেন।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অ্যাথলেটিকস দলকে বিদায় জানিয়েছেন বাংলাদেশ অ্যাথলেটিক ফেডারেশনের যুগ্ম-সম্পাদক মো. ফরিদ খান চৌধুরী।

বাংলাদেশ অ্যাথলেটিকস দল

টিম লিডার: মো. জামাল হোসেন।
খেলোয়াড়: মো. আরিফ বিল্লাহ ও ছারজিল হাসান খান জিদান।

আরআই/আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।