সেই ওয়েস্ট ইন্ডিজই এখন শক্তিশালি!


প্রকাশিত: ০৩:২৬ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০১৬

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে বাংলাদেশের বিপক্ষে তিনটি ওয়ানডে ম্যাচের সিরিজ খেলেছিল ওয়েস্ট ইন্ডিজ। তিন ম্যাচেই বড় ব্যবধানে হেরে হোয়াইটওয়াশ হয়েছিল তারা; কিন্তু পুরনো সেই স্মৃতি ভুলে সেমিফাইনালে জয় তুলে নিতে চায় ক্যরিবীয়রা। এমনটাই জানালেন দলের অধিনায়ক শিমরন হেতমায়ের।

বুধবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে বাংলাদেশকে হারাতে পারবেন কি না এমন প্রশ্নের জবাবে ক্যরিবীয় অধিনায়ক বলেন, ‘হ্যাঁ, আমরা পারবো। যদি সবাই সঠিক নিয়মে থাকে এবং তাদের কাজ করে যেতে পারে তাহলে আমাদের ভালো সুযোগ রয়েছে।’

বিশ্বকাপের শুরু থেকেই দল অনেক উন্নতি করছে জানিয়ে তিনি আরও বলেন, ‘আমরা দিন দিন উন্নতি করেছি। বর্তমানে দলের সবাই বাংলাদেশের ম্যাচের দিকে তাকিয়ে আছে। আমরা কতটুকু উন্নতি করেছি তা দেখানোর জন্য ছেলেরা মুখিয়ে রয়েছে।’

কোয়ার্টার ফাইনালে শক্তিশালী পাকিস্তানকে হারিয়েই সেমিফাইনালে উঠেছে ওয়েস্ট ইন্ডিজ। ওই ম্যাচের পুনরাবৃত্তিই বাংলাদেশের বিপক্ষে চান অধিনায়ক। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘পাকিস্তানের বিপক্ষে আমাদের কিছু বোলার খুব ভালো বল করেছে, কিছু ব্যাটসম্যান বড় স্কোর করেছে। আমরা চেষ্টা করবো পরের ম্যাচেও এটা ধরে রাখতে। যদি তা করতে পারি তাহলে, টুর্নামেন্টে আমাদের ভালো সম্ভবনা আছে।’

বাংলাদেশের বিপক্ষে সিরিজে স্পিনে নাকাল হয়েছিল ক্যারিবীয়রা। তবে এখন আগের চেয়ে ভালো স্পিন বোঝেন বলে জানান হেতমায়ের। এ নিয়ে তিনি বলেন, ‘প্রতিদিনই এখানে স্পিন কিভাবে খেলতে হবে সেই অনুশীলন করি। এখন পর্যন্ত এটা ভালই এগিয়েছে। আমরা নিয়মিত খেলা দেখছি, এতে আমাদের স্পিন ধারণাও বাড়ছে।’

আরটি/আইএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।