জরাজীর্ণ সুইমিংপুল নিয়ে মন্ত্রণালয়কে চিঠি সংসদীয় কমিটির

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৫:৫১ পিএম, ০৫ অক্টোবর ২০২২

জাতীয় ক্রীড়া পরিষদ নির্মিত সারাদেশের সুইমিংপুলগুলোর অব্যবস্থাপনা নিয়ে নড়েচড়ে বসেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। এই কমিটি ইতিমধ্যে সারাদেশের সুইমিংপুলগুলোর সর্বশেষ অবস্থা কী তা জানতে চিঠি দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়কে।

দেশের সুইমিংপুলগুলোর বেশিরভাগেরই বেহাল অবস্থা। এ নিয়ে সম্প্রতি ধারাবাহিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে জাগো নিউজে। ১০ পর্বের ধারাবাহিক প্রতিবেদনে ফুটে উঠেছে বিভিন্ন জেলা ও বিভাগীয় সুইমিংপুলগুলোর বেহাল অবস্থা।

নির্মাণের পর অধিকাংশ পুলই পড়ে রয়েছে জরাজীর্ণ অবস্থায়। কোনো কোনো পুলে তো একদিনের জন্যও কেউ নামতে পারেনি। কোথাও পানি নেই, কোথাও পাম্প নষ্ট, কোথাও নোংরা পানি- নানা অব্যবস্থায় পড়ে রয়েছে কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত সুইমিংপুলগুলো।

    আরও পড়ুন >> ৪ কোটি টাকার সুইমিংপুলে যাবে না ডুব দেয়া
    আরও পড়ুন >> অযত্ন আর অবহেলায় যেন থেকেও কিছু নেই খুলনা সুইমিংপুলে
  আরও পড়ুন >> আধুনিকতার ছোঁয়া লাগেনি পাকিস্তান আমলে নির্মিত রাবির সুইমিংপুলে
    আরও পড়ুন >> নির্মাণের ২২ বছর পরও আলোর মুখ দেখেনি ফেনীর সুইমিংপুল

বরিশালে ৪ কোটি টাকায় নির্মিত সুইমিংপুলে তো পানির দেখাই মেলে না। অযত্ন আর অবহেলায় খুলনায় নির্মিত সুইমিংপুল যেন থেকেও নেই। আধুনিকতার ছোঁয়া লাগেনি পাকিস্তান আমলে নির্মিত রাজশাহী বিদ্যালয়ের সুইমিংপুলে।

ফেনীর সুইমিংপুলটি আলোর মুখ দেখেনি নির্মাণের ২২ বছরেও। চাঁদপুরের অরুণ নন্দী সুইমিংপুলটির বিদ্যুৎ বিল বকেয়া ২৪ লাখ টাকা। নানা সংকট নিয়ে চলছে যশোরের সুইমিংপুলটি।

ময়মনসিংহে সুইমিংপুল থাকলেও সেখানে নেই কোনো সাঁতার দল। ১৫ বছর ধরে বন্ধ হয়ে আছে রাজবাড়ী সুইমিংপুল। নির্মাণের দুই দশক পরও পানি শোধনাগর হয়নি পাবনা সুইমিংপুলে।

জাতীয় ক্রীড়া পরিষদের অধীনে সারাদেশে মোট ২৩টি সুইমিংপুল রয়েছে। সেগুলো নির্মাণের মধ্য দিয়েই দায় সেরেছে জাতীয় ক্রীড়া পরিষদ। পুলগুলো ঠিকমতো ব্যবহার হয় কি না, ব্যবহার না হলে কেন হয় না- তা নিয়ে কোনো তদারকি নেই ক্রীড়া প্রশাসনের। যে কারণে কোটি কোটি টাকায় নির্মিত সুইমিংপুলগুলো পড়ে আছে অলসভাবে। ধ্বংস হয়ে যাচ্ছে অযত্ন-অবহেলায়।

আরআই/আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।