টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য পাকিস্তানের দল ঘোষণা


প্রকাশিত: ০৪:৪৪ পিএম, ০৯ ফেব্রুয়ারি ২০১৬

ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। মঙ্গলবার পিসিবি চেয়ারম্যান শাহরিয়ার খান এ স্কোয়াড অনুমোদন করেন।

স্কোয়াডে সবচেয়ে চমক হিসেবে থাকছেন টেস্ট ওপেনার খুররম মঞ্জুর। ফর্ম না থাকার কারণে টি-টোয়েন্টি স্কোয়াড থেকে বাদ পড়েছেন উমর গুল ও সোয়াইব মাকসুদ। তাদের পরিবর্তে দলে ডাক পেয়েছেন তরুণ রুম্মান রাইজ ও বাঁহাতি স্পিনার মোহাম্মদ নওয়াব।

তবে দলে যার ফিরে আসার কথা ছিল সেই কামরান আকমলেরই জায়গা হয়নি। যেখানে তার ছোটভাই উমর আকমলকে আরেকবার দলে সুযোগ দেয়া হয়েছে।

পাকিস্তান স্কোয়াড : মোহাম্মদ হাফিজ, সোয়াইব মালিক, শহিদ আফ্রিদি, উমর আকমল, সরফরাজ আহমেদ, ইম্মাদ ওয়াসিম, আনোয়ার আলী, বাবর আজম, মোহাম্মাদ নওয়াব, মোহাম্মাদ আমির, ইফতিখার আহমেদ, মোহাম্মাদ ইরফান, রুম্মান রাঈজ, ওয়াহাব রিয়াজ এবং খুররম মঞ্জুর।

বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।