সহজ প্রশ্ন করেন, আমি তো পরীক্ষা দিতে আসিনি: নাজিফা তুষি

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ১০:১২ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০২২
নায়িকা নাজিফা তুষি

এ সময়ের আলোচিত চলচ্চিত্র 'হাওয়া'র নায়িকা নাজিফা তুষি আজ উপস্থিত ছিলেন দেশের প্রথম ফ্র্যাঞ্চাইজি 'হকি চ্যাম্পিয়ন্স ট্রফি'র লোগো উন্মোচন অনুষ্ঠানে। হকির অনুষ্ঠানে এসে হকি নিয়ে কোন প্রতিক্রিয়া ব্যক্ত না করলে হয়? অনুষ্ঠান শেষে তাই গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন হালের উঠতি নায়িকা।

তুষিকে ঘিরে তখন অসংখ্য টিভি ক্যামেরা। প্রশ্নও আসছিল একেকজনের কাছ থেকে একেকরকম। কিন্তু তুষি তো আর খেলার মানুষ নন। সহজ স্বীকারোক্তি তার, 'হকি নিয়ে আমার কোন আইডিয়া নেই। আমি খেলাধুলার মানুষ না। আর আমাকে সহজ সহজ প্রশ্ন করুন, আমি তো পরীক্ষা দিতে আসিনি ভাই।'

হকি নিয়ে আপনার কতটা আগ্রহ? এমন প্রশ্নের জবাবে তুষি বলেছেন, 'প্রথমত আমি খেলাধুলার মানুষ না। আমার কাজের জায়গাটা ভিন্ন। তবে হ্যাঁ, আমরা যে কোন স্পোর্টস ভালো লাগে। যতটুকু সম্ভব হয় আমি স্পোর্টস দেখি। হকি ভালো লাগে। তবে আমাদের দেশে তো ক্রিকেটের মতো হকি নিয়ে তেমন চর্চা হয় না। এবার যে উদ্যোগ নিয়েছে সেটা হকির জন্য ভালো। আমি চাই হকি বিশ্বকাপ জিতুক। এটাই প্রত্যাশা। কারণ আমাদের দেশের মানুষ অনেক স্ট্রং। খেলাধুলার বিষয়ে তারা খুবই এনার্জিটিক হয়। তাই হকি কেন পিছিয়ে থাকবে।'

স্পোর্টস নিয়ে তো সিনেমা হয় বিভিন্ন দেশে। বাংলাদেশে যদি এমন কোন সিনেমা হয় তাহলে আপনি অভিনয় করবেন কি?- এমন প্রশ্নের জবাবে টুশি বলেন, 'অবশ্যই। এ কারণেই তো দেখছেন না অনুশীলন করছি শিখে রাখার জন্য (হাসি)। যদি কখনও কাজে লাগে। হলে তো খুবই ভালো। এমন যদি কোন চরিত্রে অভিনয় করতে পারি, যিনি স্পোর্টসে অবদান রেখেছেন এবং যার জীবনে স্পোর্টস রিলেটেড অনেক গল্প আছে। এমন কোন চরিত্রে যদি কাজ করতে পারি তাহলে অনেক ভালো লাগবে। সেটা যে খেলারই হোক।'

ফ্র্যাঞ্চাইজি লিগের মাধ্যমে হকির জনপ্রিয়তা বাড়বে উল্লেখ করে টুশি বলেছেন, 'এই আয়োজনে হকির জনপ্রিয়তা অবশ্যই বাড়বে। কিছুক্ষণ আগে হকির ছেলেমেয়েদের পারফরম্যান্স দেখছিলাম। দারুণ। আমি মুগ্ধ হয়েছি। আমরা যদি ঠিকঠাক পরিকল্পনা করি এবং সমর্থন দেই তাহলে হকির সামনে ভালো সম্ভাবনা রয়েছে।'

আরআই/এসএএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।