এসএ গেমসে বাংলাদেশ কুস্তি দলের দশটি পদক জয়


প্রকাশিত: ০১:৪১ পিএম, ০৮ ফেব্রুয়ারি ২০১৬

১২তম এসএ গেমস মিশন সোমবার শেষ করলো বাংলাদেশ কুস্তি দল। মোট দশটি পদক জয়ের মধ্য দিয়ে তিন দিনব্যাপী এ টুর্নামেন্ট শেষ করলো বাংলাদেশ কুস্তি দল।

এবারের আসরে বাংলাদেশ দলে কুস্তি ডিসিপ্লিনে পুরুষ ও মহিলা মোট ১৬ জন খেলোয়াড় অংশ নিয়ে ৩টি রৌপ্য ও ৭টি ব্রোঞ্জ পদক অর্জন করে।

বাংলাদেশ দলে মেয়েদের মধ্যে রিনা ৬০ কেজি ওজন শ্রেণি, শিরিন ৬৯ কেজি ও ফারজানা ৬৩ কেজিতে রৌপ্য পদক জয় করেন।

উল্লেখ্য শিরিন ও ফারজানা শেষ দিনে নিজ নিজ ক্যাটাগরিতে রৌপ্য জয় করেন। আর অন্য মেয়ে খেলোয়াড়দের মধ্যে ব্রোঞ্জ জেতে মোট পাঁচজন। নদী চাকমা ৪৮ কেজি ওজন শ্রেণিতে, সোমা ৫৫ কেজি, তানজিলা ৫৮ কেজি, মিনা ৭৫ কেজি ও নামিমা ৫৩ কেজিতে ব্রোঞ্জ পদক জয় করেন। সবমিলিয়ে মেয়েরা পদক জয় করে মোট আটটি।

ছেলেদের মধ্যে ৮৬ কেজিতে মিজানুর ও ৯৭ কেজিতে বিল্লাল বাংলাদেশের হয়ে দুটি ব্রোঞ্জ পদক জয় করেন।

বাংলাদেশ অ্যামেচার র‌্যাসলিং ফেডারেশনের সাধারণ সম্পাদক তাবিউর রহমান পালোয়ান দলের ফলাফল নিয়ে বলেন, ‘খেলোয়াড়রা ভারত, পাকিস্তান, আফগানিস্তান ও শ্রীলঙ্কার সঙ্গে কুস্তি করে দশটি পদক পেয়েছে। আমি ও আমার ফেডারেশন খুশি। ১৬ জনের দল থেকে দশটি মেডেল পেয়েছি। তবে স্বর্ণ পেলে আরো ভালো হতো।’

আরটি/একে/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।