চট্টগ্রামে লতিফবিরোধী মানববন্ধনে মারামারি


প্রকাশিত: ১০:১৪ এএম, ০৮ ফেব্রুয়ারি ২০১৬

সংসদ সদস্য লতিফের বিরুদ্ধে আয়োজিত মানববন্ধনে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এ ঘটনায় সরকারি সিটি কলেজ ছাত্রলীগ নেতা রাশেদসহ ৫ জন আহত হয়েছেন।

সোমবার দুপুরে নগরীর সদরঘাট সরকারি সিটি কলেজের পেছনে কাজী বাড়ির মোড়ে ডিলাইট হোটেলের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।

সদরঘাট থানার পরিদর্শক (তদন্ত) মর্জিনা আক্তার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুপুর একটার দিকে থানার মাঝিরঘাট এলাকায় সংসদ সদস্য লতিফের বিচারের দাবিতে মানববন্ধন করে জাগ্রত ছাত্র যুব জনতা নামের একটি সংগঠন। মানববন্ধন শেষে আসার পথে দুপুর দেড়টার দিকে কাজী বাড়ির মোড়ে ছাত্রলীগের দু’পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে।

জাগ্রত ছাত্র যুব জনতার সদস্য সচিব আব্দুর রহিম জিল্লু বলেন, মানববন্ধনে কোন ঘটনা ঘটেনি। মানববন্ধন শেষে আসার পথে মারামারির ঘটনা ঘটেছে। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে সে বিষয়ে কিছু বলতে পারেননি তিনি।
 
জীবন মুছা/এসকেডি/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।