তৃতীয় ম্যাচে হারলো তামিমের পেশোয়ার


প্রকাশিত: ০৬:২৮ এএম, ০৮ ফেব্রুয়ারি ২০১৬

প্রথম দুই ম্যাচে বাংলাদেশের তামিম ইকবাল অর্ধশতক করলেও রোববারের ম্যাচে কথা বলেনি তার ব্যাট। আর এতেই তৃতীয় ম্যাচে হারের স্বাদ পেলো পেশোয়ার জালমি। রোববার কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের কাছে ৩ উইকেটে হেরেছে তারা।  

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রোববার টসে হারে প্রথমে ব্যাট করতে নামে তামিমরা। ৭ উইকেটের বিনিময়ে ১৩৫ রান তুলতে সক্ষম হয় পেশোয়ার। তামিমের মতো মোহাম্মাদ হাফিজও দলকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে তেমন কোনো অবদান রাখতে পারেননি। শেষের দিকে অবশ্য ড্যারেন সামি ৩১ বলে ৪৮ রানের একটি ঝোড়ো ইনিংস খেলে দলীয় স্কোর ১৩৫ পর্যন্ত নিয়ে যান। কোয়েটা হয়ে ২৯ রানের বিনিময়ে ৩টি উইকেট পান নওয়াজ।

জবাবে এক বল বাকি থাকতেই ৭ উইকেটের বিনিময়ে লক্ষ্যে পৌঁছায় কোয়েটা। সর্বোচ্চ ৩৫ রান করেন কেভিন পিটারসন। অধিনায়ক সরফরাজ আহমেদ করেন ২১ রান। কম রানের লক্ষ্য হলেও শেষের দিকে কিছুটা চাপে পড়ে যাওয়া কোয়েটাকে জয়ের বন্দরে পৌঁছে দেন এল্টন চিগুম্বুরা (৭*) এবং আনোয়ার আলি (১০*)।

এমআর/এসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।