রোভার স্কাউটসের কমডেকার বিতর্ক অনুষ্ঠিত


প্রকাশিত: ০৬:১৩ পিএম, ০৭ ফেব্রুয়ারি ২০১৬

পঞ্চদশ ঢাকা জেলা রোভার মুট ও প্রথম কমডেকা-২০১৬ এর ইয়ুথ ফোরামের চূড়ান্ত বির্তক অনুষ্ঠিত হয়েছে। রোববার সাভারের আশুলিয়ার দোসাইদ একে স্কুল অ্যান্ড কলেজে এ বিতর্ক অনুষ্ঠিত হয়।

বিতর্কে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য ড. মীজানুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস ঢাকা জেলার রোভারের কোষাধ্যক্ষ মিজানুর রহমান মজুমদার, সহকারী কমিশনার অধ্যক্ষ মুহাম্মদ আলী মানিক, ঢাকা জেলা রোভারের সম্পাদক মু. ওমর আলী।

"
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জবি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক ও ইযুথ ফোরামের ডিরেক্টর আবু সালেহ সেকেন্দার।

অনুষ্ঠান শেষে জবি উপাচার্য ক্যাম্পের তাঁবু ঘুরে দেখেন। একই সঙ্গে তিনি দুটি সাব ক্যাম্পের স্বাস্থ্য সচেতনতা র‌্যালির উদ্বোধন করেন। এসময় উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান রোভারদের বিজ্ঞান মনস্ক হওয়া ও প্রযুক্তিনির্ভর সমাজ গঠন ভূমিকা রাখার জন্য আহ্বান জানান।

এসএম/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।