ঠাকুরগাঁওয়ে ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন


প্রকাশিত: ০৩:০৮ পিএম, ০৭ ফেব্রুয়ারি ২০১৬

ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থা ও ইকো সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশনের আয়োজনে ব্যাডমিন্টন টুনামেন্ট শুরু হয়েছে। রোববার সন্ধ্যায় ঠাকুরগাঁও বড় মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাস।

পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন ইএসডিওর নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বাবু, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি সৈয়দ মমিনুল হক বাবু, টুর্নামেন্টের আহ্বায়ক মাজেদ জাহাঙ্গীর প্রমুখ।

অনুষ্ঠান ও খেলা সঞ্চালনায় ছিলেন সুজন খান। এই টুর্নামেন্টে মোট ৩৪টি দল অংশগ্রহণ করছেন। উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করেন মেসার্স সরকার মটরস এ বনাম আজাদ ক্লাব বি।
 
রবিউল এহ্সান রিপন/এআরএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।