কেমন হবে আইপিএল দলগুলোর একাদশ!


প্রকাশিত: ১০:৩০ এএম, ০৭ ফেব্রুয়ারি ২০১৬

আইপিএল নবম আসরের নিলাম অনুষ্ঠিত হয়ে গেলো। অধিকাংশ দলই রেখে দিয়েছে তাদের পুরনো তারকাদের। তবুও নিলামে বিক্রি হয়েছে ৯৪ জন ক্রিকেটার। এবার আইপিএল ফ্রাঞ্চাইজিগুলোর সামনে দল প্রস্তুত করার চ্যালেঞ্জ। কোটি কোটি টাকা দিয়ে গড়া দলটি নিয়ে যদি শিরোপা জেতা না যায়, কিংবা সম্মানজনক একটা ফলাফল আনা না যায়, তাহলে সবই বৃথা। সুতরাং, আইপিএলের মঞ্চে ৮টি ফ্রাঞ্চাইজি কোন কোন খেলোয়াড়কে দিয়ে নিজেদের সেরা একাদশ গঠন করবে? ভক্তদের মনে এখন থেকেই প্রশ্ন। ক্রিকেট বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফো এখনই সম্ভাব্য একটি করে একাদশ ঠিক করে ফেলেছে। মিলিয়ে নিন আপনার একাদশের সঙ্গেও।

রাইজিং পুনে সুপারজায়ান্টস : ব্যাটিংয়ে শক্তিশালি, বোলিংয়ে দুর্বল
আজিঙ্কা রাহানে, কেভিন পিটারসেন. ফ্যাফ ডু প্লেসিস, স্টিভেন স্মিথ, মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক, অধিনায়ক), মিচেল মার্শ, ইরফান পাঠান, রবিচন্দ্র অশ্বিন, ইশান্ত শর্মা, মুরাগান অশ্বিন, ইশ্বর পাণ্ডে।

গুজরাট লায়ন্স : অলরাউন্ডে শক্তিশালি, রিজার্ভ ব্যাটসম্যান কম
অ্যারোন ফিঞ্চ/ডোয়াইন স্মিথ, ব্রেন্ডন ম্যাককালাম, সুরেশ রায়না (অধিনায়ক), দিনেশ কার্তিক, ডোয়াইন ব্রাভো, জেমস ফকনার, ইশান কিশান, রবিন্দ্র জাদেজা, প্রভিন কুমার, ধাওয়াল কুলকার্নি, প্রাভিন টাম্বে।

রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু: বিশ্বসেরা চার ব্যাটসম্যানের সমাহার
ক্রিস গেইল, শেন ওয়াটসন, বিরাট কোহলি (অধিনায়ক), এবি ডি ভিলিয়ার্স, মান্দিপ সিং/সরফরাজ খান, কেদার যাদব, স্টুয়ার্ট বিনি, বরুন আরোন, যুবেন্দ্র চাহাল, এস অরভিন্দ, মিচেল স্টার্ক।

কলকাতা নাইট রাইডার্স : টি-টোয়েন্টি পারফরমারদের অসাধারণ সমন্বয়
রবিন উথাপ্পা, গৌতম গম্ভির (অধিনায়ক), মানিষ পাণ্ডে, সাকিব আল হাসান, ইউসুফ পাঠান, সুর্যকুমার যাদব, আন্দ্রে রাসেল, জন হাস্টিংস/জেসন হোল্ডার, পিযুস চাওলা, উমেষ যাদব, মরনে মর্কেল।

কিংস ইলেভেন পাঞ্জাব : বিদেশী ব্যাটসম্যান নির্ভর, অধিনায়ক কে?
মুরালি বিজয়, ম্যনন ভোরা, শন মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, ডেভিড মিলার, ঋদ্ধিমান সাহা, অক্ষর প্যাটেল, ঋষি ধাওয়ান, গুরকিরাত সিং, কাইল অ্যাবোট/মিচেল জনসন, মোহিত শর্মা, সন্দ্বীপ শর্মা।

দিল্লি ডেয়ারডেভিলস : ভালো ম্যাচ উইনার রয়েছে এবং এই একটি মাত্র দলে বিদেশী অধিনায়কের সম্ভাবনা
শ্রেয়াশ আইয়ার, মায়নাক আগরওয়াল, সাঞ্জু স্যামসন, জেপি ডুমিনি (অধিনায়ক), করুণ নায়ার, অ্যালবি মর্কেল, পবন নেগি, ক্রিস মরিস, মোহাম্মদ শামি/জহির খান, অমিত মিশ্র, ইমরান তাহির/নাথান কাউল্টার নেইল।

মুম্বাই ইন্ডিয়ান্স : কোন খুঁত নেই তবে শক্তিশালী বিদেশী বেঞ্চ
পার্থিব প্যাটেল, লেন্ডল সিমন্স, রোহিত শর্মা (অধিনায়ক), আম্বাতি রাইডু, কিয়েরণ পোলার্ড, হার্দিক পান্ডে, হরভজন সিং, জে সুচিথ, মিচেল ম্যাকক্লেগান/টিম সাউদি, জসপ্রিত বুমরাহ, লাসিথ মালিঙ্গা।

সানরাইজার্স হায়দারাবাদ : দুর্দান্ত একাদশ, তবে স্বদেশী (ভারতীয়) শক্তিতে পিছিয়ে
শিখর ধাওয়ান (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, কেনে উইলিয়ামসন/ইয়ন মরগ্যান, যুবরাজ সিং, দীপক হুদা, নোমান ওঝা, বেন কাটিং/মইসেস হেনরিক্স, ট্রেন্ট বোল্ট/মুস্তাফিজুর রহমান, ভুবনেশ্বর কুমার, কর্ণ শর্মা, আশিষ নেহরা।

আইএইচএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।