টস জিতে ব্যাট করছে ইংল্যান্ড
যুবাদের সবচেয়ে বড় আসর অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের তৃতীয় কোয়ার্টার ফাইনালে শ্রীলংকার বিপক্ষে টস হেরে ব্যাট করছে ইংল্যান্ড। এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের সংগ্রহ ৩৫ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১২১ রান।
এর আগে টস জিতে মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে ব্যাট করতে নেমে শুরুতেই দুই উইকেট হারিয়ে চাপে পরে ইংল্যান্ড। দলীয় ১৩ রানে লাউরেন্স (৯) আর ১৮ রানে মাক্স হোলডেন (৮) বিদায় নেন। এরপর দ্রুত জ্যাক বার্নহাম (১১) বিদায় নিলে চাপ আরও বেড়ে যায়।
এরপর জর্জ বারলেটকে সাথে নিয়ে ৩৫ রানের জুটি গড়ে প্রথমিক ধাক্কা সামাল দেন টেইলর। তবে বেশিক্ষণ তিনিও উইকেটে থাকতে পারেননি। ব্যক্তিগত ৪২ রান করে সাজঘরে ফিরে যান ইংলিশ এই ব্যাটসম্যান। লংকান্দের পক্ষে ফার্নান্দো নেন ২ উইকেট।
এমআর/এমএস