ম্যানসিটির মাঠেও লেস্টারের রূপকথা


প্রকাশিত: ০৩:৫৯ পিএম, ০৬ ফেব্রুয়ারি ২০১৬

ইংলিশ প্রিমিয়ার লিগে লেস্টার সিটির রূপকথা চলছেই। প্রিমিয়ার লিগের জায়ান্ট ম্যানসিটির মাঠে গিয়ে তাদেরকেই ৩-১ গোলের লজ্জ্বায় ডুবিয়ে এসেছে লেস্টার। এমনিতেই শীর্ষে ছিল লেস্টার সিটি। এই জয়ের ফলে, শীর্ষস্থানটা আরও নিরঙ্কুশ হলো তাদের। সিটির মাঠে আর জেমি ভার্দি জ্বলে উঠলেন। জ্বলে উঠলেন আরও দুই রবার্ট হুথ। জোড়া গোল এসেছে এই ডিফেন্ডিং মিডফিল্ডারের পা থেকে। বাকি গোলটি করেছেন রিয়াদ মাহরেজ। ম্যানসিটির হয়ে একবার মাত্র ব্যবধান কমাতে পেরেছিলেন সার্জিও আগুয়েরো।

এই জয়ের ফলে ২৫ ম্যাচ শেষে লেস্টারের পয়েন্ট ৫৩। অপরদিকে সমানসংখ্যক ম্যাচ খেলে ৪৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ম্যানসিটি। শীর্ষে থাকা দলটির সঙ্গে দ্বিতীয় স্থানে থাকা দলের ব্যবধান দাঁড়ালো ৬ পয়েন্ট। ২৪ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে টটেনহ্যাম হটস্পার।

ইত্তিহাদ স্টেডিয়ামে বরাবরই অপ্রতিরোধ্য ম্যানসিটি। এই মাঠে এসে আগুয়েরো-ইয়াইয়া তোরেদের সামনে এসে যে কোন দলই নাস্তানাবুধ হয়ে যেতে হয়। কিন্তু লেস্টার সিটির সামনে এসে নিজেদের মাঠেও হতাশা উপহার দিল ম্যানচেস্টার সিটি। ম্যাচটি ছিল লেস্টার সিটিকে ছোঁয়ার মিশনও ম্যানুয়েল পেলিগ্রিনি শিষ্যদের সামনে। ছোঁয়া তো দুরে থাক, উল্টো ৩-১ গোলের পরাজয়ে আরও অনেক বেশি পিছিয়ে পড়লো তারা।

বর্তমান চ্যাম্পিয়ন চেলসি, প্রিমিয়ার লিগের অটোমেটিক জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেডের যারপরনাই হতাশাজনক পারফরম্যান্স; আর্সেনাল-ম্যানসিটির মাঝে-মধ্যে হোঁচট খাওয়ার সুযোগে মৌসুমের শুরু থেকেই দুর্দান্ত খেলা উপহার দিয়ে আসছিল লেস্টার সিটি। ধুমকেতুর মতই যেন আগমণ দলটির। কোচ ক্লদিও রানেইরি এবং একা এক জেমি ভার্দির কাছেই পরাজিত হতে থাকলো চেলসি-ম্যানইউ, আর্সেনাল থেকে শুরু করে সবগুলো শক্তিশালি প্রতিপক্ষই। শেষ পর্যন্ত ম্যানইউও পদানত হলো তাদের।

ম্যানসিটির ঘরের মাঠ ইত্তিহাদ স্টেডিয়ামে খেলা শুরুর পরপরই লেস্টারের প্রবল আক্রমণের মুখে গোল হজম করে বসে ম্যানসিটি। রিয়াদ মেহরাজের পাস থেকে বল পেয়ে ডান পায়ের দুর্দান্ত এক শটে সিটির জালে বল জড়ান রবার্ট হুথ। প্রথমার্ধে ম্যানসিটি বেশ কিছু চেষ্টা করেছিল সমতায় ফেরার। কিন্তু তাদের কোন চেষ্টাই শেষ পর্যন্ত সফলতা বয়ে আনেনি।

দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল। এবারও এই অর্ধের তৃতীয় মিনিটে গোল করলো লেস্টার সিটি। এনগোলো কান্তের পাস থেকে বল পেয়ে ডান পায়ের শটে ম্যানসিটির জালে দ্বিতীয়বারেরমত বল জড়িয়ে দেন রিয়াদ মেহরাজ। খেলার ৬০ মিনিটে আবারও ম্যানসিটিকে হতাশায় মুড়ে দেন রবার্ট হুথ। ক্রিশ্চিয়ান ফুকসের ক্রস থেকে ভেসে আসা বলে হেড করে গোল করেন তিনি।

৩-০ গোলে পিছিয়ে পড়ার পর ম্যানসিটির জয়ের সব আশা ততক্ষণে শেষ হয়ে গেছে। স্টেডিয়ামে উপস্থিত ৫৫ হাজার দর্শকও আর খেলা দেখার ধৈয্য হারিয়ে ব্সছিলেন যেন। তবে, খেলা শেষ হওয়ার ৩ মিনিট আগে একটি মাত্র গোল শোধ করতে সক্ষম হয় ম্যানসিটি। বারসান্ত সেলিনার কর্নার কিক থেকে ভেসে আসা বলে দারুন হেড করে লেস্টারের জালে বল জড়ান সার্জিও আগুয়েরো।

আইএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।