মুস্তাফিজই আমাদের সেরা সংগ্রহ : লক্ষ্মণ


প্রকাশিত: ০২:০২ পিএম, ০৬ ফেব্রুয়ারি ২০১৬

বাম হাতি পেসারের ছড়াছড়ি। সবচেয়ে বড় কথা, ডেথ ওভারে দুর্দান্ত বোলিং করেন, এমন পেসারদেরই সমাবেশ ঘটিয়েছে সানরাইজার্স হায়দারাবাদ। ট্রেন্ট বোল্ট, আশিস নেহরা, বারিন্দর স্রান এবং মুস্তাফিজুর রহমান। বিশ্ব ক্রিকেটে প্রতিপক্ষের ব্যাটসম্যানদের নাভিশ্বাস তুলে ফেলেন এসব বোলার। আইপিএলের নবম আসরেও প্রতিপক্ষ ফ্রাঞ্চাইজিগুলোর জন্য রীতিমত ভয়ঙ্কর বোলিং অ্যাটাক হিসেবেই আবির্ভূত হতে পারে এই চার হাতি-পেসার।

ভারতের ব্যঙ্গালুরুতে অনুষ্ঠিত আইপিএলের নিলামে বেশ হইচই ফেলে দিয়েছে সানরাইজার্স হায়দারাবাদ। যুবরাজ সিং, ডেভিড ওয়ার্নার, ট্রেন্ট বোল্ট, মুস্তাফিজুর রহমান, কেনে উইলিয়ামসনদের মত বিশ্বসেরা তারকাদের নিকে নিয়েছে তারা। শিখর ধাওয়ানের নেতৃত্বাধীন দলটি নিশ্চিত এবার শিরোপার অন্যতম দাবিদার হিসেবে টুর্নামেন্ট শুরু করবে।

দলটিতে অনেক বড় বড় তারকাকে অনেক বেশি অর্থ দিয়ে কেনা হলেও, দলটির অন্যতম কর্ণধার এবং মেন্টর ভিভিএস লক্ষ্মণের মতে সানরাইজার্স হায়দারাবাদের সবচেয়ে সেরা সংগ্রহ হচ্ছেন বাংলাদেশের বাম হাতি কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। নিলামের পর তিনি বলেন, `মুস্তাফিজুরের মত একজন বোলারকে নিতে পেরে আমরা খুবই আনন্দিত। আমাদের দলে অনেক ভালো ভালো পেসার রয়েছে। এতে কোন সন্দেহ নেই। তবে, মুস্তাফিজুর রহমানই হচ্ছেন তাদের মধ্যে সেরা। তার আগমণে আমাদের বোলিং অ্যাটাক দারুণ সমৃদ্ধ হবে।`

আইপিএলের নিলামে মুস্তাফিজ হতে পারেন সবার আগ্রহের কেন্দ্রবিন্দু। এমনই ধারণা করেছিল সবাই। তবে তাকে নিয়ে দরাদরি হয়েছে মাত্র দুটি দলের মধ্যে। রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু এবং সানরাইজার্স হায়দারাবাদ। শেষ পর্যন্ত ১ কোটি ৪০ লাখ রুপিতে তাকে কিনতে পেরেছে সানরাইজার্সই।

ভিভিএস লক্ষ্মণের মতেও মুস্তাফিজ এর চেয়েও বেশি মূল্য প্রত্যাশা করতে পারেন। তিনি বলেন, `অবশ্যই মুস্তাফিজ আরও  বেশি মূল্য প্রত্যাশা করেন। তবে আপনি দেখেন, আমরা কিন্তু তাকে একটা সহনীয় মূল্যে পেয়েছি। সুতরাং, নিশ্চিতভাবেই তিনি হচ্ছেন আমাদের সেরা ক্রয়।`

তবে, আইপিএলের নিলামে সবচেয়ে অবাক করা বিষয় হলো, মার্টিন গাপটিল এবং অ্যারোন ফিঞ্চকে কেউ না কেনা। যদিও বিষয়টা নিয়ে খুব বেশি অবাক নন লক্ষ্মণ। তিনি বলেন, `অবশ্যই ফিঞ্চ এবং গাপটিল বর্তমান সময়ের সেরা দু`জন ওপেনার। তাদের সামর্থ্য নিয়ে প্রশ্ন তোলার কোন সুযোগ নেই। তবে আমি মনে করি, আইপিএলে যারা দল গড়েছে, তাদের সবারই ভারসাম্যপূর্ণ একটি করে ওপেনিং জুটি রয়েছে।`

আইএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।