আরিফকে ফেরালেন সাইফউদ্দিন


প্রকাশিত: ০৫:১৩ এএম, ০৫ ফেব্রুয়ারি ২০১৬

শুরুর ধাক্কা কাটিয়ে উঠে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের প্রথম কোয়ার্টার ফাইনালে শতরান তুলে নিয়েছে নেপাল। এরপর আবার নেপাল শিবিরে আঘাত করলেন সাইফউদ্দিন। আরিফ শেখকে জয়রাজের তালুবন্দি করে সাজঘরে ফেরান এই বোলার। এ প্রতিবেদন লেখা পর্যন্ত নেপালের সংগ্রহ ২৯ ওভার শেষে ৪ উইকেটে ১১৭ রান।

এর আগে শুক্রবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নামে নেপাল। তবে দলীয় ১৭ রানে সন্দ্বীপকে (৭) বোল্ড করে সাজঘরে ফেরান টাইগার বোলার সাইফউদ্দিন। এরপর যুগেন্দ্র সিংকে (১) সাইফের তালুবন্দি করে সাজঘরে ফেরান রানা।

এরপর ধামালাকে সাথে নিয়ে ৪৪ রানের জুটি গড়ে প্রাথমিক ধাক্কা সামাল দেন দলের অধিনায়ক রাজু রিজাল। তবে ব্যক্তিগত ২৫ রানে করে রান আউট হয়ে সাজঘরে ফিরে যান সুনীল। এরপর আরিফকে সাথে নিয়ে ৫১ রানের জুটি গড়েন রাজু। তুলে নেন নিজের অর্ধশত।  

এদিকে প্রথমবারের মতো যুবাদের সবচেয়ে বড় আসর অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে সেমিফাইনালের ওঠার হাতছানি। মুশফিক, সাকিব, তামিম, নাফিস, আশরাফুলদের মত তারকা ক্রিকেটাররা যা পারেননি তাই করে দেখানোর সুযোগ মিরাজদের সামনে।

অপরদিকে প্রতিপক্ষ নেপালের চোখও রয়েছে সেমিফাইনালে। গ্রুপ পর্বে আয়ারল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে দাপট দেখিয়েই জিতেছে তারা। অধিনায়ক রাজু রিজাল, সন্দীপ সুনার, আরিফ শেখ, কার্কি সিংরা নিজদের ব্যাটিং দক্ষতা দেখিয়েছে টুর্নামেন্টের শুরু থেকে। ম্যাচের প্রথম থেকেই আগ্রাসী ব্যাটিং করতে পারেন তারা। আর বোলিংয়ে দারুণ ছন্দে রয়েছেন লেগস্পিনার সন্দীপ লামিছানি। এছাড়াও অফস্পিনার প্রেম থামাংয়ের সঙ্গে পেয়ার দিপেন্দ্র সিং আইরিও কার্যকরী হয়ে উঠতে পারেন।

বাংলাদেশ দল:
পিনাক ঘোষ, সাইফ হাসান, জয়রাজ শেখ ইমন, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, জাকির হাসান, সাইফউদ্দিন, মেহেদি হাসান রানা, আরিফুল ইসলাম ও সালেহ আহমেদ শাওন গাজী।  

এমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।