সুযোগ পেয়েই অনুশীলনে রনি ও মিঠুন


প্রকাশিত: ০৩:৩২ পিএম, ০৪ ফেব্রুয়ারি ২০১৬

খুলনা ক্যাম্প শেষে এক সপ্তাহের ছুটিতে রয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। এর মধ্যেই বুধবার টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। প্রথমবারের মতো বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছেন আবু হায়দার রনি ও মোহাম্মদ মিঠুন। আর সুযোগ পেয়েই অনুশীলনে নেমে পড়েছেন এই দুই নবীন।

জিম্বাবুয়ের সিরিজ শেষে খুলনায় টানা ৯ দিন অনুশীলন করে বাংলাদেশ। এরপর সোমবার থেকে বিশ্রামে রয়েছে টাইগাররা। তাই জাতীয় দলের নিয়মিত কোন অনুশীলন সূচি নেই। তবুও এদিন মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ঐচ্ছিক অনুশীলন করেন রনি ও মিঠুন। এদিন জিমে প্রায় ঘণ্টা খানেক সময় কাটান তারা দু`জন।

এক সপ্তাহের বিশ্রাম শেষে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ঘোষিত দলের ১৫ ক্রিকেটার ও স্ট্যান্ডবাই চারজন সহ মোট ১৯ জন খেলোয়াড়কে নিয়ে আগামী ৭ ফেব্রুয়ারি থেকে চট্টগ্রামে ক্যাম্প করবে বাংলাদেশ দল। এই ১৯ জন থেকে আগামী কয়েকদিনের মধ্যেই এশিয়া কাপের জন্য দল ঘোষণা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

উল্লেখ্য, আগামী ২৪ ফেব্রুয়ারি এশিয়াকাপের ম্যাচে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল। আর ৯ মার্চ নেদারল্যান্ডসের বিপক্ষে বাছাইপর্ব দিয়ে শুরু হবে বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান।

আরটি/আএইচএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।