রবি পেস বোলার হান্ট : বগুড়ায় দুইজন উত্তীর্ণ


প্রকাশিত: ০৩:১৯ পিএম, ০৪ ফেব্রুয়ারি ২০১৬

মোবাইল অপারেটর রবির সৌজন্যে ‘রবি ফার্স্ট বোলার হান্ট’ এর বাছাই প্রতিযোগিতা বৃহস্পতিবার বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী ও রংপুর বিভাগসহ দেশের বিভিন্ন জেলা থেকে ৪৬৫ জন উদীয়মান ফার্স্ট বোলার বাছাই পর্বে অংশ গ্রহণ করে।

সকাল থেকে দুপুর পর্যন্ত অনুষ্ঠিত বোলিং গতির বাছাই প্রতিযোগিতায় মাত্র দুইজন উত্তীর্ণ হয়েছে। এরা হলেন, বগুড়ার সফিকুল ইসলাম সফিক এবং নওগাঁর একরামুল হক।

সফিকুল ইসলাম বগুড়ার বেসরকারি পলিটেকনিক ইন্সটিটিউট আইবিআইটির ষষ্ঠ সেমিস্টারের ফলপ্রার্থী। একরামুল হক নওগাঁ জিলা স্কুলের দশম শ্রেণির ছাত্র।

বিসিবির হাই পারফরমেন্স কোচ সারোয়ার ইমরানের নেতৃত্বে সাত সদস্যের নির্বাচক প্যানেল পেস বোলার বাছাই প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন।

এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।