চমক অব্যাহত রাখতে চায় নেপালও


প্রকাশিত: ০১:১৩ পিএম, ০৪ ফেব্রুয়ারি ২০১৬

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের নকআউট পর্বে আগামীকাল (শুক্রবার) প্রথম ম্যাচে মাঠে নামছে উপমহাদেশের দুই দল বাংলাদেশ ও নেপাল। দুই দলই ইতিহাসের সামনে দাঁড়িয়ে। জিতলেই প্রথমবারের মতো খেলবে যুব বিশ্বকাপের সেমিফাইনাল। তাই বিন্দু মাত্র ছাড় দিতে রাজি নয় নেপাল যুবারাও। সেরাটা দিয়ে চমক অব্যাহত রাখতেই মাঠে নামবে বলে জানিয়েছেন দলের প্রধান কোচ জগত বাহাদুর তামাতা।

বৃহস্পতিবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে দলের অনুশীলন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপ কতে গিয়ে কোচ বলেন, ‘বাংলাদেশ খুবই ভালো দল। তারা বিশ্বকাপের শুরু থেকেই ভাল খেলছে। তবে আমরাও চেষ্টা করবো ভালো খেলার। ম্যাচটা যেহেতু কোয়ার্টার ফাইানাল, তাই আমরা সেরাটা দিয়েই চেষ্টা করবো জয় তুলে আনতে।`

নিজেদের দল নিয়ে আত্মবিশ্বাসী তামাতা। গত কয়েক মাস ধরেই ভাল ক্রিকেট খেলছে বলে জনান তিনি। যার ফল দেখা গেলো গ্রুপ পর্বেই। কোচও ইঙ্গিত করলেন সেদিকে। দলে ভাল স্পিন ও ব্যাটিং অ্যাটাক আছে বলে ভালো কিছুর প্রত্যাশা করেছেন তিনি।

বাংলাদেশের দলের সাম্প্রতিক সাফল্যের কথা জানেন তামাতা। প্রতিপক্ষের শক্তি জায়গাগুলো ভালো করেই জানা রয়েছে তার। বাংলাদেশের বোলার ও ব্যাটসম্যনরা কেমন? জানতে চাইলে তিনি বলেন, ‘বাংলাদেশের স্পিন অ্যাটাক অসাধারণ। গ্রুপ পর্বের  ম্যাচ গুলোতেই তারা স্পিনের ধার দেখিয়েছে। আর দলটির ব্যাটিং অর্ডারও উল্লেখ করার মত।’

নেপাল কোয়ার্টার ফাইনাল খেলছে এতে কিছুটা বিস্মিত হলেও জানানো ভাল যে, দারুন ক্রিকেট খেলেই কোয়ার্টার পর্যন্ত এসেছে তারা।

আরটি/আইএইচএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।