রক্ষক এখন ভক্ষকের ভূমিকায় : মিজানুর রহমান


প্রকাশিত: ১২:৪০ পিএম, ০৪ ফেব্রুয়ারি ২০১৬
বাবুলের মৃত্যুর সংবাদে স্বজনদের আহাজারি

পুলিশের বিরুদ্ধে চা-দোকানি বাবুল হত্যার অভিযোগে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান বলেন, “রক্ষক এখন ভক্ষকের ভূমিকা পালন করছে। তাদের বাড়াবাড়ি সীমা ছাড়িয়ে গেছে। এদের চিহ্নিত করে দেখা দরকার।”

বৃহস্পতিবার দুপুরে বাবুলের মৃত্যুর খবরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে এসে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। এর আগে বুধবার রাতে চাঁদা না পেয়ে বাবুলকে আগুন দেয়ার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে।

মিজানুর রহমান বলেন, বাবুলের কাছে কোনো চাঁদাবাজ বা সন্ত্রাসী চাঁদা চাইতে যায়নি। পুলিশ ও পুলিশের সঙ্গে সংশ্লিষ্টরাই এ ঘটনা ঘটিয়েছে। পুলিশ পেশাগত দায়িত্ব পালনে পুলিশ অবহেলা করছে।

পুলিশের এসব ঘটনা তদন্তে যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিংবা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ব্যবস্থা না নেয় তাহলে মানবাধিকার কমিশনের পক্ষ থেকে উচ্চ আদালতে যাওয়া হবে বলে হুশিয়ারি দেন মিজানুর রহমান।

এদিকে বাবুলের মৃত্যুর পর দুই এসআই-সহ শাহ আলী থানার ৪ পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। এছাড়া নিহত বাবুলের মেয়ে রোকশানা আক্তার (২৫) সাত জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেছে।

এআর/আরএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।