উইনিং কম্বিনেশন নিয়েই মাঠে নামবে যুবারা


প্রকাশিত: ১০:৩৫ এএম, ০৪ ফেব্রুয়ারি ২০১৬

কোয়ার্টার ফাইনালে প্রকিপক্ষ নেপাল। তুলনামূলকভাবে বাংলাদেশের যুবাদের চেয়ে অপেক্ষাকৃত দুর্বল দল। তবুও সতর্কতার মার নেই। নিউজিল্যান্ডকে হারিয়ে যে দল কোয়ার্টার ফাইনালে উঠেছে, তাদের খাটো করে দেখারও উপায় নেই। সুতরাং, সেমিফাইনালে ওঠার লড়াইয়ে নেপালের বিপক্ষে লড়াই করতে নামবে কোন একাদশ, কারা কারা থাকছে স্কোয়াডে, এটাই যেন আগে থেকে জানতে চায় বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা। সে তথ্যটাই পরোক্ষভাবে জানিয়ে দিলেন বাংলাদেশ যুব দলের কোচ মিজানুর রহমান বাবুল। জানালেন, নেপালের বিপক্ষে উইনিং কম্বিনেশনে কোন পরিবর্তণ আসছে না। কম্বিনেশন ঠিক রেখেই মাঠে নামবে তারা।

গত দু’বছর ধরে ধারাবাহিকখাকে দারুণ খেলছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সে ধারা ধরে রেখেছে বিশ্বকাপেরও। টানা তিন ম্যাচ দাপটের সঙ্গেই হারিয়েছে প্রতিপক্ষকে। ধারাবাহিতা ধরে রাখতে শেষ আটেও তারা একই দল নিয়ে খেলতে নামছে। ধারাবাহিকভাবে জিততে থাকা দলটিকে নিয়ে আপাতত কোন পরীক্ষা নিরীক্ষা করার সুযোগ নেই বলে জানিয়ে রাখলেন দলের প্রধান কোচ।

বৃহস্পতিবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের একাডেমী মাঠে অনুশীলন শেষে প্রধান কোচ বলেন, `দল আগের মতোই থাকতে পারে। যেহেতু উইনিং কম্বিনেশন। কালকে খেলা এখন এটা নিয়ে আলোচনা করার কিছু নেই। কালকে মিটিংয়ে হয়তো চিন্তা করবো। বাড়তি অফস্পিনার খেলবে কি না এটা আসলে এখন বলার সময় নয়।’

পেস বোলিংয়ে নিজের নামের প্রতি সুবিচার করতে পারছেন না আব্দুল হালিম। তাই তাকে পরিবর্তন করা হবে কি না  জানতে চাইলে কোচ বলেন, ‘আমরা যত সফর করেছি, হোম অ্যান্ড অ্যাওয়েতে খেলেছি, ও (হালিম) ভালো খেলেছে। অতটুকু ভরসা ওর উপর আমরা রাখছি। আর এটা এমন একটি টুর্নামেন্ট যেখানে বেশি পরীক্ষা-নিরীক্ষা করা যায় না। এখন যে অবস্থায় আমরা এসেছি এখানে একটি ম্যাচ বাজে খেললেই আউট। এজন্য পরীক্ষা করার সুযোগ অনেক নেই।’

ধারাবাহিকভাবে জয় পেলে দলের দুর্বলতার দিকে বিশেষ নজর না পড়াই স্বাভাবিক। কিন্তু কোচ তা মানতে নারাজ। তার মতে নিয়মিত তারা দলের ভুল-ত্রুটির দিকে খেয়াল রাখছেন। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘জিততে থাকলে যে সমস্যা বোঝা যাবে না, বিষয়টি এমন নয়। ওপেনিং ব্যাটসম্যানদের দিক দিয়ে আমরা কিছুটা সমস্যায় পড়েছি। এটা নিয়ে কাজও করছি। আশাকরি, ইনশাল্লাহ সামনের ম্যাচে এটা ওভারকাম করতে পারবো। ওপেনাররা পুনরায় তাদের পুরনো ছন্দে ফিরে আসবে।’

উল্লেখ্য, শুক্রবার সকাল ৯ টায় মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে নেপাল অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশের যুবারা।

আরটি/আইএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।