এবার চলচ্চিত্রের টাইটেল ট্র্যাক করছে ওয়ারফেজ


প্রকাশিত: ০৭:৩৫ পিএম, ০৩ ফেব্রুয়ারি ২০১৬

‘ধুম থ্রি’ সিনেমার টাইটেল ট্র্যাকের অফার ফিরিয়ে দেয়া জনপ্রিয় বাংলাদেশি ব্যান্ড ‘ওয়ারফেজ’ এবার প্রথমবারের মত বাংলাদেশি চলচ্চিত্রের টাইটেল ট্র্যাক করতে যাচ্ছে। ছবির নাম ‘চল যাই’। এটি পরিচালনা করছেন মীরাক্কেল- সিজোন সিক্সের জয়েন্ট উইনার খালিদ মাহবুব তূর্য।

‘চল যাই’ চলচ্চিত্রের টাইটেল ট্র্যাকের কথা লিখেছেন, শিহাব রাহমানিয়া। গানটিতে সুর, সংগীত ও কণ্ঠ দিতে এখন ব্যস্ত ওয়ারফেজ।

চলচ্চিত্রের টাইটেল ট্র্যাক করার প্রসঙ্গে ওয়ারফেজ জানায়, ‘চল যাই’তে কাজের মূল কারণ ছবিটি নতুন প্রজন্মের। তরুণ প্রজন্মের জন্য তরুণদের নিয়ে ছবিটি নির্মাণ করা হচ্ছে। আর ওয়ারফেজ তো তারুণ্যেরই সুর।’

বাংলাদেশের জনপ্রিয় হার্ড রক মেটাল ব্যান্ড ওয়ারফেজের প্রথম অ্যালবাম রিলিজ হয়েছিলো ১৯৯১ সালে। ‘ওয়ারফেজ” শিরোনামের অ্যালবামটি সেসময় ব্যাপক জনপ্রিয়তা লাভ করে।

তারপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। অবাক ভালোবাসা, জীবনধারা, অসামাজিক, আলো, মহারাজা, সত্য, পথচলা--একে একে তারা উপহার দিয়েছে আটটি শ্রোতাপ্রিয় অ্যালবাম।

এলএ/এসএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।