আড়াল থেকে ফিফা নির্বাচনে প্লাতিনি!


প্রকাশিত: ০৩:৪৬ পিএম, ০৩ ফেব্রুয়ারি ২০১৬

তিনি আট বছরের জন্য নিষিদ্ধ। ফিফার প্রেসিডেন্ট পদে ভোটে দাঁড়াতেও পারছেন না। তবুও ভোটের ময়দানে হাজির মিশেল প্লাতিনি।

ফিফা প্রেসিডেন্টের ভোটে দাঁড়িয়েছেন পাঁচজন প্রার্থী। তাদের মধ্যে একজন গিয়ান্নি ইনফান্তিনো। সুইজারল্যান্ডের এই ফুটবল কর্মকর্তা বর্তমানে উয়েফার সচিব। সেখানে প্লাতিনি প্রেসিডেন্ট। তাই পরিচয়টা দীর্ঘ দিনের। তিনিই এক সাক্ষাত্কারে বলেছেন, ‘প্লাতিনি নিষিদ্ধ মানে তিনি লোকের সঙ্গে কথা বলতে পারবেন না, এমন তো নয়। তার সঙ্গে আমার প্রতিনিয়ত কথা হচ্ছে। ভোটের জন্য বিভিন্ন বিযয়ে পরামর্শ নিচ্ছি।’

প্লাতিনি নিষিদ্ধ হওয়ার পরে উয়েফা ৪৫ বছরের ফুটবল কর্তা ইনফান্তিনোকে নির্বাচনে দাঁড়ানোর ছাড়পত্র দিয়েছে। সেই নির্বাচনে দাঁড়িয়ে তিনি ফিফার সংস্কারের জোর দিচ্ছেন। ফিফা প্রেসিডেন্ট হলে তিনি কী করবেন, তার নীল নকশাও প্রস্তুত। ফিফার ২০৯টি দেশের প্রতিনিধিকে তা পাঠানো হয়ে গেছে।

শোনা যাচ্ছে ইনফান্তিনোর সেই নীল নকশার তৈরি করে দিয়েছেন খোদ প্লাতিনিই। ফিফার ভোটে ইনফান্তিনো হচ্ছেন ‘নকল’ প্রার্থী। পর্দার আড়ালে আসল প্রার্থী ফরাসি কিংবদন্তি ফুটবলার, মিশেল প্লাতিনি।

আইএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।