তুষার ধসে ১০ ভারতীয় সৈন্য নিখোঁজ


প্রকাশিত: ০৩:২৫ পিএম, ০৩ ফেব্রুয়ারি ২০১৬

ভারতের প্রত্যন্ত হিমালয় অঞ্চলে ১০ সৈন্য তুষার ধসে চাপা পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধার কর্মীরা বুধবার নিখোঁজ এসব সৈনিকের সন্ধানে তল্লাশি চালাচ্ছে। ভারতের সেনা বাহিনীর একজন মুখপাত্র এ কথা জানান।

কর্নেল এস ডি গোস্বামি জানান, সৈন্যরা টহলরত ছিলো। এ সময় সমুদ্রপৃষ্ঠ থেকে ১৯ হাজার ফুট উচ্চতাসম্পন্ন হিমবাহে তুষার ধস নামে।

বুধবার ভোরে উত্তরাঞ্চলীয় সিয়াচেন হিমবাহে ওই তুষার ধসে ১০ সৈন্য চাপা পড়ে বলেও জানান তিনি।

ওই দশ সৈন্যের সন্ধানে সেনা, বাহিনী ও বিমান বাহিনীর সৈন্য মোতায়েন করা হয়েছে।

ভারত ও পাকিস্তানের মধ্যবর্তী কাশ্মির অঞ্চলে অবস্থিত সিয়াচেন নিয়ে দু’দেশের মধ্যে বিরোধ রয়েছে।

তুষার ও ভূমিধস এখানে নৈমিত্যিক ব্যাপার। শীতকালে এ অঞ্চলের তাপমাত্রা মাইনাস ৬০ ডিগ্রি সেলসিয়াসে (১৪০ ডিগ্রি ফারেনহাইট) নেমে আসে।

একে/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।