টি-টোয়েন্টি স্পেশালিস্ট হিসেবেই দলে সোহান


প্রকাশিত: ০১:২৭ পিএম, ০৩ ফেব্রুয়ারি ২০১৬

বাংলাদেশ জাতীয় দলের নতুন সেনসেশন কাজী নুরুল হাসান সোহান। সদা লাজুক এই তরুণের অভিষেক হয়েছিল জিম্বাবুয়ে সিরিজে। সুযোগ পেয়েই নিজের জাত চিনিয়েছেন তিনি। ব্যতিক্রমি দারুণ কিছু শটের পাশাপাশি কিপিংটাও করেন দারুণ। এই সব গুণেই জায়গা করে নিয়েছেন টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে।

একজন টি-টোয়েন্টি স্পেশালিষ্ট হিসাবেই সোহানকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের প্রধান নির্বাচক ফারুক আহমেদ। সিলেট সুপার স্টারসে খেলা এই ব্যাটসম্যান প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘এখনও আমাদের ওইভাবে টি-টোয়েন্টি স্পেশালিষ্ট নাই; কিন্তু গত দুই বছর ধরে সোহান ‘এ’ দলে খেলছে। উইকেটকিপার এখন যারা আছে তাদের মধ্যে সে অন্যতম সেরা। ব্যাটিংয়েও তার কিছু আলাদা গুণ আছে, কিছু ব্যাতিক্রমি শট খেলতে পারে। আমরা মনে করি এই সংস্করণে সে খুব কার্যকরী হবে।’

জিম্বাবুয়ে সিরিজে চারটি ম্যাচের তিনটিতে ব্যাটিং করার সুযোগ পেয়েছিলেন সোহান। সর্বোচ্চ ৩০ রান করা এই ব্যাটসম্যান মোট রান করেছেন ৫২। তিন ইনিংসের দুটি ম্যাচে অপরাজিত থাকেন তিনি।

আরটি/আইএচইএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।