সরকারিকরণ হলে শিক্ষকরা বদলি হতে পারবেন না : প্রধানমন্ত্রী


প্রকাশিত: ০১:১২ পিএম, ০৩ ফেব্রুয়ারি ২০১৬

যেসব উপজেলায় স্কুল বা কলেজ সরকারিকরণ করা হবে, সেসব স্কুল-কলেজের শিক্ষকরা কোথাও বদলি হতে পারবেন না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার জাতীয় সংসদে সাতক্ষীরা-৪ আসনের এস এম জগলুল হায়দারের সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সম্পূরক প্রশ্নে সংসদ সদস্য জানতে চান, “সরকারের এই আমলে শিক্ষার ব্যাপক উন্নতি হয়েছে। ইতোপূর্বে প্রধানমন্ত্রী অনেক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করণ করার লক্ষ্যে সম্মতি জ্ঞাপন প্রদান করেছেন। এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো কবে নাগাদ জাতীয়করণ হবে।”

জবাবে প্রধানমন্ত্রী বলেন, “আমরা ইতোমধ্যে ঘোষণা দিয়েছি, যেসব উপজেলায় একটিও সরকারি স্কুল বা কলেজ নেই শুধুমাত্র সেসব উপজেলায় স্কুল বা কলেজ সরকারিকরণ করবো। আর এই স্কুল-কলেজ যখন সরকারিকরণ করবো তখন সেখানকার শিক্ষকরা কোথাও বদলি হতে পারবেন না। তাদের স্ব স্ব স্কুল বা কলেজে থাকতে হবে।”

জনগণের অর্থের পাই পাই হিসাব নিন
পার্টির সদস্য পীর ফজলুর রহমানের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, “কারো সাহায্য ছাড়াই বাংলাদেশের মানুষের অর্জিত টাকায় পদ্মা সেতুর কাজ এগিয়ে যাচ্ছে। এই প্রকল্পের সমুদয় টাকা বাংলাদেশের মানুষের অর্জিত অর্থ। কারো আর্থিক সাহায্য সহযোগিতা এতে নেই। এর প্রতিটি রড, ইট, পাথর, সিমেন্ট জনগণের টাকায় কেনা। সবার সম্মিলিত প্রচেষ্টায় পদ্মা নদীর উপর সেতু নির্মাণে বাংলাদেশের জনগণের দীর্ঘদিনের স্বপ্নটি পূরণ হতে চলেছে।”

পদ্মা সেতু প্রকল্পটির শুরুতে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ ওঠলেও তা প্রমাণ হয়নি উল্লেখ করে শেখ হাসিনা বলেন, এই প্রকল্পে জনগণের টাকার পুরোপুরি সদ্ব্যবহার হয়েছে এবং হচ্ছে। যে কারণে এর বাস্তবায়নও অনেক বেগবান হচ্ছে।

এ সময় তিনি এমপিদের নিজ নিজ এলাকার উন্নয়ন প্রকল্পগুলোতেও ব্যয়িত অর্থ তদারকি করা এবং এসব প্রকল্পে ব্যয়িত অর্থের প্রতিটি পাই পাই তদন্ত করে দেয়ার আহ্বান জানান।
 
তিনি বলেন, “যার যার নিজ নিজ এলাকায় প্রতিটি মন্ত্রণালয়ে থেকে যে উন্নয়ন প্রকল্প বা অবকাঠামো বা সামাজিক ক্ষেত্রে যে সমস্ত উন্নয়ন কাজ চলছে বা হাতে নেওয়া হয়েছে- যদি সংসদ সদস্যরা যথাযথভাবে সেগুলো তদন্ত করেন এবং এসব টাকার পাই পাই টাকা যা জনগণের টাকা, সেই টাকা যথাযথভাবে জনগণের স্বার্থে খরচ হচ্ছে কি না সেটা দেখেন। তাহলে দেশের উন্নয়ন আরো ত্বরান্বিত হবে।”

এইচএস/আরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।