নিউজিল্যান্ডের সংগ্রহ ৩০৭


প্রকাশিত: ০৫:১০ এএম, ০৩ ফেব্রুয়ারি ২০১৬

মার্টিন গ্যাপটিল ও হেনরি নিকোলসের জোড়া অর্ধশতের উপর ভর করে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ওয়ানডেতে ৩০৭ রান সংগ্রহ করেছে স্বাগতিক নিউজিল্যান্ড। দলের পক্ষে সর্বোচ্চ ৯০ রানের ঝড়ো ইনিংস খেলেন দুর্দান্ত ফর্মে থাকা গ্যাপটিল।

বুধবার অকল্যান্ডের ইডেন পার্কে টস জিতে ব্যাট করতে নেমে দুর্দান্ত সূচনা এনে দেন দুই ওপেনার গ্যাপটিল ও ম্যাককালাম। মাত্র ২৯ বলে ৫ চার ৩ ছয়ে ৪৪ রান করে সাজঘরে ফেরেন কিউই অধিনায়ক ম্যাককালাম। অধিনায়ক ফিরে গেলেও আরেক ওপেনার গ্যাপটিল তুলে নেন নিজের অর্ধশত। ৭৬ বলে ৮ চার ৫ ছয়ে ৯০ রানের এক ঝড়ো ইনিংস খেলে সাজঘরে ফেরেন কিউই এই ব্যাটসম্যান।

এরপর দলের হাল ধরেন হেনরি নিকোলস। ইলিয়টকে সাথে নিয়ে তিনিও তুলে নেন নিজের অর্ধশত। ব্যক্তিগত ৬১ রান করে সাজঘরে ফেরেন তিনি। এরপর মিডল-অর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতা সত্ত্বেও সফরকারী অস্ট্রেলিয়াকে ৩০৮ রানের চ্যালেঞ্জিং লক্ষ্যমাত্রা ছুড়ে দিতে সক্ষম হয় স্বাগতিক নিউজিল্যান্ড। অস্ট্রেলিয়ার হয়ে জন হ্যাজেলউড, জেমস ফকনার ও মিচেল মার্শ সমান দুটি করে উইকেট নেন। এছাড়া জন হ্যাস্টিংস নেন একটি উইকেট।

এমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।