সিপিএলে সাত বাংলাদেশি ক্রিকেটার


প্রকাশিত: ০৩:৩৩ পিএম, ০২ ফেব্রুয়ারি ২০১৬

২০১৫ সালে ক্রিকেটের বাংলাদেশের সাফল্য যে কিভাবে বিশ্ব ক্রিকেটে তোলপাড় ফেলেছে, তা বিভিন্ন দেশের ফ্রাঞ্চাইজিভিত্তিক লিগগুলোর দিকে তাকালেই স্পষ্ট হয়ে যায়। পাকিস্তানের পিএসএলে ফ্রাঞ্চাইজিদের আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিলেন সাকিব, তামিম, মুশফিক এবং মুস্তাফিজ। এ চারজন ছাড়াও নিলাম তালিকায় ছিলো মোট ১০জন বাংলাদেশি ক্রিকেটারের নাম।

ফ্রাঞ্চাইজিভিত্তিক সবচেয়ে জমজমাট লিগ আইপিএলে এমনিতেই মাতিয়ে যাচ্ছেন সাকিব আল হাসান। তাদের সঙ্গে এবার নিলামে উঠছে আরও পাঁচ ক্রিকেটারের নাম। মুস্তাফিজ, তামিম, সৌম্য, তাসকিন এবং মুশফিক রয়েছেন এই তালিকায়। যদিও, পিএসএলেরমত আইপিএলেও মুস্তাফিজকে খেলতে অনুমতি দিচ্ছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তার ক্যারিয়ারের ভালোর জন্যই এই সিদ্ধান্ত নিতে হচ্ছে বিসিবিকে।
hero-cpl-logoপিএসএল, আইপিএলেরমতই আরেকটি জমজমাট টি-টোয়েন্টি লিগ হচ্ছে, ওয়েস্ট ইন্ডিজের সিপিএল (ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ)। এই লিগে আগে থেকে খেলেছেন সাকিব এবং তামিম। এবার ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) খেলার সুযোগ পাচ্ছেন মোট সাতজন বাংলাদেশি ক্রিকেটার।

সাকিব, তামিম তো থাকছেনই। সঙ্গে থাকছেন হালের সেনসেশন মুস্তাফিজুর রহমান। এ তিনজনের সঙ্গে সিপিএল নিলাম তালিকায় যোগ হলেন সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ এবং ইমরুল কায়েসও।

আগামী ১১ ফেব্রুয়ারি বার্বাডোজে অনুষ্ঠিত হবে সিপিএলের নিলাম অনুষ্ঠান। মোট ২৮৯জন ক্রিকেটারকে তোলা হবে নিলামে। এর মধ্যে ১৫৭জন হচ্ছেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার। বাকি ১৩২জন হচ্ছেন বিদেশি ক্রিকেটার।

আইএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।